Bangla News Dunia, Pallab : নির্বাচন কমিশনের তরফ থেকে পশ্চিমবঙ্গের ২০০২ সালের পুরনো ভোটার লিস্ট ইতিমধ্যেই প্রকাশিত করা হয়েছে। বিহারে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) নিয়ে বিতর্কের মধ্যে রবিবার দিল্লিতে সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। ওই বৈঠকে পশ্চিমবঙ্গ নিয়েও প্রশ্ন ওঠে।
আরও পড়ুন : জিএসটি ব্যবস্থায় বড় পরিবর্তনের ইঙ্গিত, সাধারণ মানুষের জন্য কী অপেক্ষা করছে ?
সাংবাদিকরা জানতে চান, বাংলায় কবে থেকে বিশেষ সংশোধনী প্রক্রিয়া শুরু হবে। এ সময় মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে উপস্থিত ছিলেন অপর দুই কমিশনার— সুখবীর সিং সাঁধু এবং বিবেক জোশী।
জবাবে জ্ঞানেশ কুমার জানান, তিন কমিশনার একসঙ্গে আলোচনা করেই এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন। পশ্চিমবঙ্গসহ অন্য রাজ্যে কবে থেকে এসআইআর কার্যকর হবে, তা পরে সঠিক সময়ে ঘোষণা করা হবে বলে তিনি জানান।
পশ্চিমবঙ্গে শেষবারের মতো ২০০২ সালে ভোটার বিশেষ সংশোধন (SIR) হয়েছে। আর সেই অনুযায়ী জেলা ভিত্তিক, বিধানসভা ও ভোট গ্রহণ কেন্দ্র অনুযায়ী ২০০২ সালের পুরনো ভোটার লিস্ট প্রকাশ করা হয়েছে, নির্বাচন কমিশনের তরফ থেকে।