Bangla News Dunia, বাপ্পাদিত্য:- পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের ডিএ মামলার শুনানিতে বড় আপডেট (DA Case Update). সরকারি কর্মীদের কাঙ্খিত ডিএ নিয়ে এবার সামনে এলো গুরুত্বপূর্ণ খবর। ডিএ মামলার শুনানিতে (DA Case Update) কি হল, এর পরের শুনানির তারিখ কবে? সরকারি কর্মীরা তাঁদের কাঙ্খিত মহার্ঘ ভাতা কবে পাবেন? আদৌ কি তাঁদের ডিএ বৃদ্ধি (DA Hike) হবে, মিলবে বকেয়া ডিএ? সমস্ত তথ্য উল্লেখ করা হলো আজকের এই প্রতিবেদনে।
West Bengal DA Case Update 2025
সরকারি কর্মীরা অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন ডিএ মামলার শুনানির জন্য। তবে হতাশ হলেন তাঁরা। কারণ, পিছিয়ে গিয়েছে ডিএ মামলার শুনানি। গত সপ্তাহে টানা তিন দিন শুনানি হলেও এদিন মঙ্গলবার ফের সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল ডিএ মামলা। এখন জানা যাচ্ছে, এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী ২৬ অগস্ট। রাজ্যের আইনজীবী কপিল সিবাল অন্য মামলার শুনানিতে ব্যস্ত থাকার জন্য ডিএ মামলা পিছিয়ে গিয়েছে।
এদিন সুপ্রিম কোর্টে কী হল?
আমরা সকলেই জানি, পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের কেন্দ্রীয় হারে ডিএ সংক্রান্ত মামলা এই মুহূর্তে সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে। এদিন মঙ্গলবার ছিল রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলার শুনানি। আদালত বৃহস্পতিবার জানিয়েছিল, মঙ্গলবার মামলার শুনানি হবে। কিন্তু রাজ্যের আইনজীবী এদিন অন্য মামলায় ব্যস্ত ছিলেন। তাই এই মামলাটি পিছিয়ে গেল।
ঠিক হয়েছিল, এদিন দুপুর দুটোয় মামলার শুনানি শুরু হবে। কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে এই বিষয়ে একটি ইমেইল করা হয়েছিল। আর তাতে মামলাটি মুলতুবি রাখার জন্য আবেদন জানানো হয়। যদিও সেই আবেদন আদালত গ্রহণ করেনি। তবে, শুনানির সময় দেখা যায় রাজ্য সরকারের সিনিয়র আইনজীবী কপিল সিব্বল উপস্থিত নেই। যার ফলে বিচারপতিরা ডিএ মামলার শুনানি মুলতুবি রাখতে বাধ্য হন। মামলার পরবর্তী তারিখ ঘোষণা করা হয়েছে।
সরকারি কর্মীরা কী বলছেন?
মামলা পিছিয়ে যাওয়ায় আন্দোলনকারী কর্মীদের পক্ষের আইনজীবীরা ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁরা বলছেন, “রাজ্য সরকার ইচ্ছাকৃতভাবে ডিএ মামলাটিকে দীর্ঘায়িত করার চেষ্টা করছে। কারণ এর আগেও একাধিকবার বিভিন্ন কারণ দেখিয়ে মামলার শুনানি পিছিয়ে দেওয়া হয়েছে।”
আবার, ডিএ মামলার সাথে যুক্ত কর্মচারীরা বলছেন, “রাজ্য সরকারের এই গড়িমসি আমরা প্রথম থেকেই দেখে আসছি।” তাঁদের বক্তব্য, “তাঁরা কর্মীদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করার জন্য সবরকম চেষ্টা চালাচ্ছে।” কিন্তু তাঁদের হুঁশিয়ারি, “আমরা হাল ছাড়ব না। আমাদের লড়াই চলবে।”
উপসংহার
এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী ২৬শে আগস্ট। সেদিন সকালেই নতুন মামলার পর রাজ্যে সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা মামলার শুনানিটি হবে বলে আশা করা হচ্ছে। রাজ্য সরকারি কর্মীরা আশা করছেন, সেদিন রাজ্য সরকারের কোনো অজুহাতই টিকবে না।আদালতের রায় আসবে কর্মীদের পক্ষেই।
আরও পড়ুন:- লো ব্লাড প্রেশারও বিপজ্জনক, হঠাৎ প্রেশার কমে গেলে কী করবেন? জেনে রাখুন
আরও পড়ুন:- লোকসভায় পাশ নয়া আয়কর বিল, কোন কোন ক্ষেত্রে বদল? জানুন