Bangla News Dunia, Pallab : ইতিমধ্যেই চলছে বসন্তকাল এখনো গ্রীষ্মকাল শুরু হয়নি। এরই মধ্যে গ্রীষ্মের গরম দাবদাহ শুরু হয়ে গিয়েছে। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ দুই বঙ্গে গ্রীষ্মের দাপট দেখা দিচ্ছে। উত্তরবঙ্গের ততটা প্রভাব দেখা না গেলেও দক্ষিণবঙ্গে প্রবল আকারে গরম পড়ছে দিনের বেলা। চলতি সপ্তাহে কি হতে চলেছে আবহাওয়ার পরিস্থিতি এবং আবহাওয়া দপ্তর কি বলছে সে ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।
আরও পড়ুন : এপ্রিল মাসে বদলে যাচ্ছে ব্যাংকের এই নিয়মগুলি, না জানলে পড়তে হতে পারে বিপদে
গ্রীষ্মকাল শুরু না হতেই গ্রীষ্মের গরম দাবদাহে পশ্চিমবঙ্গের বাসিন্দাদের জীবনযাত্রা সর্বস্তরে অতিষ্ঠ হয়ে উঠেছে। যেহেতু ঈদের মরসুম তবে এই ঈদের উৎসবকে সামনে রেখে আবহাওয়ার কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই বললেই চলে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় তাপমাত্রা তাই ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ায় সাধারণ জনসাধারণ বেশ ভোগান্তির মধ্যে পড়েছে। ইতিমধ্যে জানা গিয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে আগামী কয়েকদিন এই গরম আরও বাড়তে পারে।
দক্ষিণবঙ্গের অবস্থা:
দিনের পর দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। ইতিমধ্যেই কলকাতা এবং তার সংলগ্ন এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে গিয়েছে এবং আরও বৃদ্ধি পেতে পারে বলে আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা যেমন পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া ও বর্ধমানের মতো জেলাগুলোতে তাপমাত্রা আরও বেশি থাকবে, এর ফলে সৃষ্টি হতে পারে নিম্নচাপ। দিনের তাপমাত্রা যেমন তেমন তবে রাতের তাপমাত্রাও অস্বস্তিকর পর্যায়ে রয়েছে, প্রচুর গরম পরছে এবং সাধারণত ২৮ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা ওঠানামা করছে।
উত্তরবঙ্গের অবস্থা:
দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে কিছুটা স্বস্তি রয়েছে। উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় এবং পার্বত্য অঞ্চলে কিছুটা স্বস্তি মিলতে পারে। আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানা গিয়েছে দার্জিলিং ও জলপাইগুড়িতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে, সমতল অঞ্চলগুলোতে বিশেষ করে মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও দার্জিলিং জেলার সমতল অঞ্চলে তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠবে, যা স্বাভাবিকের চেয়ে ৩-৪ ডিগ্রি বেশি।
ইতিমধ্যে আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে ঈদের পরবর্তী সময়ের তাপমাত্রা কিছুটা কমতে পারে তবে তা খুবই সামান্য ও স্বল্পমাত্রায়। আবহাওয়া দপ্তরের তরফ থেকে আরো জানানো হয়েছে আগামী মঙ্গলবার থেকে সর্বোচ্চ তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমলেও আর্দ্রতা বাড়তে পারে, এর ফলে গরমের অনুভূতি আরো বাড়বে যার ফলে পরিস্থিতি আরো অস্বস্তিকর হয়ে উঠবে।
আরো পড়ুন : কিভাবে ফ্রিতে গুগল সার্টিফাইড কোর্স করবেন? বিস্তারিত জেনে নিন