Bangla News Dunia, বাপ্পাদিত্য:- রাজ্যের মানুষদের জন্য গ্রাম পঞ্চায়েত অ্যাপ নিয়ে বড় সুখবর পাওয়া গেল। পশ্চিমবঙ্গ সরকারের (Government of West Bengal) তরফে নাগরিকদের জন্য দারুণ সুবিধা নিয়ে আসা হল। এখন থেকে আর কোন সরকারি কাজ করতে গিয়ে লাইনে দাড়িয়ে নিজেদের মুল্যবান সময় নষ্ট করতে হবে না জন সাধারণকে। কারণ এখনকার দিনে সব কাজই ধীরে ধীরে অনলাইন হয়ে যাচ্ছে, কারণ অফলাইনে কোন কাজ করতে গেলে অনেকটাই সময় লেগে যাচ্ছে।
পশ্চিমবঙ্গে গ্রাম পঞ্চায়েত অ্যাপ ২০২৫
আর এই কারণের জন্য রাজ্য সরকারের তরফে নিয়ে আসা নিয়ে নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে এবং এর মাধ্যমে অনেক ছোট থেকে বড় কাজ যা করার জন্য আগে অনেক সমস্যা পোহাতে হত সেই সকল কাজ এক লহমায় হয়ে যাবে বলে মনে করা হচ্ছে এই বাংলার গ্রাম পঞ্চায়েত অ্যাপের মাধ্যমে। আর এই অ্যাপ সকলে সহজেই নিজেদের ফোনের মাধ্যমে ব্যবহার করে নিতে পারবে।
গ্রাম পঞ্চায়েত এলাকায় মোবাইল অ্যাপ
এবার থেকে আর ছোট ছোট কাজের জন্যে যেমন – ইনকাম সার্টিফিকেট, বাসস্থানের সার্টিফিকেট নেওয়ার জন্যে যেতে হবে না পঞ্চায়েতে। বাড়িতে বসেই এই সব কাজ সেরে ফেলতে পারবেন এবং নিজেই বুঝতে পারবেন যে কীভাবে এই কাজ করতে হবে কোন সমস্যা হবে না বলেই মনে করছেন সকলে। কিভাবে এই অ্যাপের মাধ্যমে পাবেন সার্টিফিকেট চলুন এই বিষয়ে বিস্তারিত জেনে নিন।
পশ্চিমবঙ্গে চালু গ্রাম পঞ্চায়েত অ্যাপ
এখন থেকে এই অ্যাপের মাধ্যমে বাড়িতে বসেই ইনকাম সার্টিফিকেট থেকে শুরু করে সব ধরনের সার্টিফিকেট পেয়ে যাবেন। পশ্চিমবঙ্গ পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেমের অধীনে এই অ্যাপে কাজ শুরু হবে। রাজ্যের সাধারন মানুষদের কথা ভেবেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এই সিদ্ধান্ত নিয়েছে। গ্রাম পঞ্চায়েতকে আরো উন্নত করতেই এই সিদ্ধান্ত নিয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (CM Mamata Banerjee).
কিভাবে এই গ্রাম পঞ্চায়েত অ্যাপ ব্যবহার করবেন?
গ্রামের মানুষদের ছোট একটি সার্টিফিকেট তোলার জন্য পঞ্চায়েতে যেতে হয় সেখানে ঘন্টার পর ঘন্টা দাড়িয়ে তারপরে সেই সার্টিফিকেট নিয়ে আসতে হয়। এবার আর তা করতে হবে না। এবার বাড়িতে বসে গ্রাম পঞ্চায়েত অ্যাপের মাধ্যমে অনলাইনে রেজিস্ট্রেশন করে সব নথি জমা দিয়ে বাড়িতে বসেই পেয়ে যাবেন সার্টিফিকেট। পঞ্চায়েতের বিভিন্ন তথ্য হাউজ বিল্ডিং অ্যাপ্রুয়াল সার্টিফিকেট, ট্রেড এনওসির রেনুয়াল অ্যালার্ট এছাড়াও আরো অনেক।
পশ্চিমবঙ্গ পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেমের অধীনে এই সব কাজ হবে। আর সকলেই এই অ্যাপের মাধ্যমে খুবই সহজে নিজেদের কাজ করে নিতে পারবেন। আর প্রথম প্রথম শুরু হলে কিছুটা সমস্যা থাকে সকল কিছুতে তাই একটু সময় লাগবে সকল কিছু ঠিক হতে এবং এরই সঙ্গে আপনাদের পঞ্চায়েত এলাকার সকল কাউন্সিলরের নামও আপনারা এই অ্যাপের মাধ্যমে দেখে নিতে পারবেন।
আরও পড়ুন:- বদলে যাচ্ছে UPI পেমেন্টে টাকা লেনদেনের পদ্ধতি, বিস্তারিত জেনে নিন