Bangla News Dunia, Pallab : খাদ্য, বস্ত্র, বাসস্থান এই তিনটি মানুষের মৌলিক চাহিদা। এগুলি ছাড়া মানুষ সভ্য সমাজে বাঁচতে পারেন না। তবে ভারতবর্ষে এখনো প্রচুর মানুষ গরিব সীমার নিচে বসবাস করন, এই সকল মানুষ গুলো পরিবারের ভরণ পোষণে বেশ সমস্যার সম্মুখীন হতে হয়। তাই স্বাধীনতার পর থেকে ভারত সরকার এই সকল গরীব পরিবার গুলোকে রেশন প্রকল্পের মাধ্যমে বিনামূল্যে অথবা স্বল্পমূল্যে খাদ্য সরবরাহ করে থাকেন।
আরও পড়ুন : এবার পশ্চিমবঙ্গে কেমন গরম সহ্য করতে হবে ? পূর্বাভাস দিলো আবহাওয়া দপ্তর
খাদ্য সাথী (Khadya Sathi) প্রকল্পের মাধ্যমে আমাদের রাজ্যে বর্তমানে প্রায় ১০ কোটি ৬০ লক্ষের কাছাকাছি মানুষেরা ফ্রি রেশন সামগ্রী পেয়ে থাকেন। তবে বর্তমানে রেশম সামগ্রী বিতরণে একাধিক দুর্নীতির অভিযোগ উঠে এসেছে। তাই ভারত সরকার এবং রাজ্য সরকার গুলি রেশন কার্ড সরবরাহের ক্ষেত্রে একাধিক সতর্ক জারি করেছেন। এই নির্দে গুলি যারা মেনে চলবেন না তাদের রেশন কার্ড বাতিল করা হবে। তাই আপনার পরিবার যদি রেশন সামগ্রিক পেয়ে থাকেন তাহলে ভারত সরকারের যাবতীয় নির্দেশ মেনে চলুন। নয়তো আগামীতে আপনার রেশন কার্ড বাতিল হতে পারে। নিম্নে রেশন কার্ড বাতিল সংক্রান্ত বিস্তারিত তথ্য আলোচনা করা হলো।
রেশন কার্ড বাতিল এর ঘোষণা:
খাদ্য সাথী (Khadya Sathi) প্রকল্পের মাধ্যমে আমাদের রাজ্যে বর্তমানে প্রায় ১০ কোটি ৬০ লক্ষের কাছাকাছি মানুষেরা ফ্রি রেশন সামগ্রী পেয়ে এসেছেন। তবে রেশন কার্ড দুর্নীতির অভিযোগে সাম্প্রতিক বেশ কিছু রেশন কার্ড বাতিল করা হয়েছে। তাই আপনার রেশন কার্ডটি যদি বাতিল হয়ে থাকে তাহলে অতিসত্বর নতুন নির্দেশগুলি মেনে চলুন। সাম্প্রতিক ভারত সরকারের তরফ থেকে রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড সংযোগ করার ফলে প্রায় ১০ কোটি রেশন কার্ড থেকে ৯ কোটি বৈধ রেশন কার্ডে নেমে এসেছে। অর্থাৎ প্রায় এই আধার সংযোগের ফলে প্রায় ১কোটির কাছাকাছি অবৈধ রেশন কার্ড বাতিল করা হয়েছে। এই ভুয়ো রেশন কার্ড গুলিতে এতদিন রেশন সামগ্রী সরবরাহ করা হয়েছে।
এছাড়াও বর্তমানে যে সকল রেশন কার্ডগুলি চার বছরের অধিক সময় ধরে নিষ্ক্রিয় অবস্থায় রয়েছে, সেই সমস্ত রেশন কার্ডগুলিকে চিহ্নিতকরণের মাধ্যমে বাতিল করার কাজ শুরু হয়েছে। মূলত রাজ্যের বহু সচ্ছল পরিবার রয়েছে যারা রেশন কার্ডের রেশন সামগ্রী সরবরাহ করেন না, তাই রেশন কার্ডগুলি বেশ কিছু বছর ধরে নিষ্ক্রিয় অবস্থায় পড়ে রয়েছে। সরকার চাইছে এই সমস্ত রেশন কার্ড গুলোকে বাতিলের মাধ্যমে সরকারের বেশ কিছু অর্থের সাশ্রয় ঘটাতে।