পশ্চিমবঙ্গে যোগ্যশ্রী প্রকল্প শুরু হল! কি সুবিধা, কারা আবেদন করতে পারবে জেনে নিন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

 

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- পশ্চিমবঙ্গ সরকারের তরফে নতুন যোগ্যশ্রী প্রকল্প (Yogyashree Scheme 2025) নিয়ে ফের এক নতুন আপডেট পাওয়া গেল। রাজ্য সরকারের (Government of West Bengal) পক্ষ থেকে নানা ধরণের সরকারি প্রকল্প (Government Scheme 2025) সকল বর্গের মানুষদের জন্য নিয়ে আসা হয়েছে যাতে সকল পিছিয়ে থাকা মানুষদের সমাজের মূল স্রোতে নিয়ে আসা।

পশ্চিমবঙ্গে যোগ্যশ্রী প্রকল্প ২০২৫

রাজ্যের অনগ্রসর তপশিলি জাতি ও আদিবাসী ছাত্র ছাত্রীদের বিনামূল্যে সরকারি চাকরির প্রবেশিকা থেকে শুরু করে JEE, NEET ও WBJEE পরীক্ষার জন্য প্রশিক্ষণ দিতে এই প্রকল্প চালু করলো সরকার। যোগ্যশ্রী প্রকল্পের শুভ সূচনা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বিগত বছরে।

যোগ্যশ্রী প্রকল্প কি?

মুখ্যমন্ত্রীর বিভিন্ন প্রকল্পের সুবিধা সকলে পেলেও রাজ্যের অনেক মেধাবী পড়ুয়ারা রয়েছেন যারা অর্থের অভাবে JEE, NEET ও WBJEE পরীক্ষার জন্য প্রশিক্ষণ নিতে পারে না। তবে এখন থেকে তাদের আর প্রশিক্ষণ নিতে সমস্যা হবে না। মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করা এই প্রকল্পের অধীনে রাজ্যের অনগ্রসর মেধাবী পড়ুয়াদের ওপরে উল্লেখিত সকল পরীক্ষার জন্য প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করতে চলেছেন।

যোগ্যশ্রী প্রকল্প কাদের জন্য?

এই প্রকল্পের মাধ্যমে সারা রাজ্য জুড়ে বছরে ৩৬ টি সেন্টারে ১৪৪০ জন তপশিলি জাতি ও আদিবাসী পড়ুয়ারা প্রশিক্ষণ গ্রহণ করবে বলে জানা গিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের তরফে ছাত্র ছাত্রীদের পড়াশোনা করার জন্য প্রত্যেক বছর নানা ধরনের স্কলারশিপ ও স্কিম প্রদান করে থাকে।

যোগ্যশ্রী প্রকল্পে কি কি সুবিধা পাবেন?

এর মাধ্যমে দরিদ্র পরিবারের ছেলে মেয়েদের বিভিন্ন চাকরীর জন্য বিনামুল্যে টিউশন করানো হবে। আগে এই প্রকল্প শুধুমাত্র তফসিলি জাতি ও উপজাতি প্রার্থীদের দেওয়া হয়ে থাকতে এখন ওবিসি ও সাধারন বিভাগের ছাত্র ছাত্রীরাও সুবিধা পাবেন। মূলত পশ্চিমবঙ্গে এমন অনেক শিক্ষার্থী রয়েছে যাদের স্বপ্ন ইঞ্জিনিয়ার বা ডাক্তার হওয়ার কিন্তু পরিবারে টাকা না থাকায় তারা তাদের স্বপ্নকে পূরণ করতে পারছে না।

যোগ্যশ্রী প্রকল্পে আবেদনের যোগ্যতা

যোগ্যশ্রী প্রকল্পে (Yogyashree Scheme) আবেদন করার জন্য ছাত্র ছাত্রী দেরকে মাধ্যমিকে ৫০% থেকে ৬০% নম্বর পেতে হবে। উল্লেখ্য এই নিয়ম শুধুমাত্র তফসিলি জাতি শ্রেনীর মানুষের জন্য ছিল। এই বছর মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেছেন যে ওবিসি এবং জেনারেল সম্প্রদায়ের ছাত্র ছাত্রীরাও এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন।

Yogyashree Scheme Benefits

1) যোগ্যশ্রী প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গের ছাত্র ছাত্রীরা বিনামূল্যে টিউশন করানো হবে। যাতে করে তারা চাকরি মুখী পরীক্ষায় ভালো ফলাফল পায়।
2) এই প্রশিক্ষণের জন্য রাজ্য জুড়ে ৫০ টি সেন্টার তৈরি করা হবে এবং টিউশন চলাকালীন ছাত্র ছাত্রীদের ৩০ টাকা প্রতি মাসে দেওয়া হবে।

Yogyashree Scheme Online Apply Process

১) আগ্রহ প্রার্থীদের সরাসরি ওয়েবসাইটে যেতে হবে।
২) এরপর, পোর্টালে গিয়ে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে এবং একটি লগইন আইডি ও পাসওয়ার্ড তৈরি করতে হবে।
৩) লগইন করে আবেদন ফর্মটি পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় নথিপত্র স্ক্যান করে আপলোড করতে হবে।
৪) সব কিছু ভালো ভাবে পর্যালোচনা করে আবেদন ফর্মটি জমা দিতে হবে।

Yogyashree Scheme Offline Apply Process

আবেদন করতে সর্ব প্রথম তাকে অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এরপর সেখানে থেকে অ্যাপ্লিকেশন ফর্ম অপশনে ক্লিক করে আবেদন ফর্মটি ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পর ফর্মটি বিভিন্ন প্রয়োজনীয় নথিপত্র দিয়ে পূরণ করতে হবে এবং নির্দিষ্ট প্রশিক্ষণ কেন্দ্রে জমা করতে হবে। সরকারি চাকরির প্রবেশিকা পরীক্ষার জন্য ব্যাংক, রেল, পোস্ট অফিস, সামরিক ও আধা সামরিক বাহিনী, পুলিশ, সরকারি বিভিন্ন সংস্থার ক্ষেত্রে গ্রুপ B, C এবং D ইত্যাদি পদের জন্য প্রশিক্ষণ দেওয়া হবে।

৩০০ ঘন্টার এবং ছয় মাসের এই কোর্সের জন্য ৪ ঘন্টা করে সপ্তাহে তিন দিন ক্লাসের ব্যবস্থা থাকবে। রাজ্যের অনগ্রসর শ্রেণীর মেধাবী পড়ুয়াদের মধ্যে যারা এই সকল পরীক্ষা দিতে আগ্রহী পড়ুয়াদের অতি শীঘ্রই এই যোগ্যশ্রী প্রকল্পের সুবিধা গ্রহণ করার জন্য আবেদন করা উচিত। আর এই সম্পর্কে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন। ভালো থাকুন সঙ্গে থাকুন এই ধরণের সর খবরের আপডেট পাওয়ার জন্য।

আরও পড়ুন:- স্বামী, স্ত্রী এক সঙ্গে একাউন্ট খুললে মাসে ৯২৫০ টাকা পাবেন পোস্ট অফিসের এই স্কিমে, জেনে নিন বিস্তারিত

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন