পশ্চিমবঙ্গে ১০,০০০ এর বেশি রেশন ডিলার নিয়োগ ! আবেদন পদ্ধতিসহ বিস্তারিত জানুন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

govt jobs

 

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- পশ্চিমবঙ্গ সরকার আবারও রেশন ডিলার নিয়োগের মাধ্যমে বেকার যুবকদের জন্য একটি বড় চাকরির সুযোগ এনেছে। এইবার সরাসরি রেশন ডিলার পদে নিয়োগ করা হবে ১০ হাজারেরও বেশি প্রার্থীকে। মাধ্যমিক পাসেই আবেদন করা যাবে এই পদে, তাই শিক্ষাগত যোগ্যতা কম হলেও কেউ পিছিয়ে পড়বেন না! চলুন জেনে নেওয়া যাক এই নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য গুলি।

রাজ্যে ১০ হাজারের বেশি রেশন ডিলার নিয়োগ মাধ্যমিক পাশদের জন্য

রেশন ডিলার পদে ১০,০০০ এর বেশি নিয়োগ হবে, যোগ্যতা ন্যূনতম মাধ্যমিক বা সমতুল্য, অফলাইন বা অনলাইন। এই পদে আবেদন করতে হলে কিছু নির্দিষ্ট যোগ্যতা ও শর্ত পূরণ করতে হবে, যেমন – আবেদনকারীকে ভারতীয় নাগরিক হতে হবে, আবেদনকারীর বয়স ১৮ বছরের বেশি হতে হবে, মাধ্যমিক বা সম তুল্য পরীক্ষায় পাশ হতে হবে, সংশ্লিষ্ট এলাকায় বসবাস করতে হবে অর্থাৎ নিজের এলাকা বা ওয়ার্ডের জন্য আবেদন করা যাবে।

আরও পড়ুন:- পহেলগাঁও হামলার আগে PoK-তে ‘জিহাদের’ ডাক জঙ্গিনেতার, দেখুন ভাইরাল VIDEO

রেশন ডিলার নিয়োগ আবেদন পদ্ধতি ও প্রয়োজনীয় ডকুমেন্ট

  • মাধ্যমিক পাশের সার্টিফিকেট
  • ভোটার কার্ড, আধার কার্ড
  • স্থানীয় বাসিন্দার প্রমাণ পত্র
  • পাসপোর্ট সাইজ ছবি
  • সম্প্রতি বিদ্যুৎ বিল বা রেশন কার্ড

আবেদন প্রক্রিয়া

অনেক ক্ষেত্রে জেলা শাসকের অফিস বা খাদ্য ও সরবরাহ দপ্তরের মাধ্যমে আবেদন গ্রহণ করা হয়। তাই সংশ্লিষ্ট জেলার অফিসিয়াল ওয়েবসাইট বা নোটিশ বোর্ড নিয়মিত চেক করা উচিত। এই নিয়োগ প্রক্রিয়াটি সাধারণত সরাসরি ইন্টারভিউ ভিত্তিক হয়। কোনো লিখিত পরীক্ষা বা বড় সড় প্রতিযোগিতা নেই। তাই স্থানীয় স্তরে যারা আবেদন করবেন, তাদের সুযোগ অনেক বেশি।

শিক্ষাগত যোগ্যতার উপর নম্বর, ইন্টারভিউ, আবেদনকারীর এলাকার প্রয়োজনীয়তা, রেশন ডিলার নিয়োগ পদটি বর্তমানে অত্যন্ত চাহিদা সম্পন্ন চাকরি, বিশেষ করে গ্রামারেশন ডিলার নিয়োগঞ্চলে, সরকারি চাকরির মতোই স্থায়িত্ব, মাসিক ভালো আয়, নিজের এলাকার মানুষদের সেবা করার সুযোগ, ব্যবসা ও চাকরির সংমিশ্রণ এবং বেকার থাকা বা ভিন রাজ্যে গিয়ে কাজ করার থেকে এই কাজ অনেকটাই  ভালো বলে মনে করছেন অনেকেই।

রেশন ডিলার নিয়োগ চাকরি থেকে আয় কত হতে পারে?

সরকার নির্দিষ্ট হারে কমিশন দিয়ে থাকে রেশন বিতরণের উপর। এতে মাসে গড়ে ১৫,০০০ থেকে ৩০,০০০ পর্যন্ত আয় হতে পারে, এলাকা ও ভোক্তার সংখ্যার উপর ভিত্তি করে। মাঝে মাঝে সরকারি অনুদান বা প্রণোদনা দেওয়া হয়, দোকান ভাড়া, বিদ্যুৎ বিল ইত্যাদির জন্যও ভর্তুকি পাওয়া যায় অনেক ক্ষেত্রে। এই নিয়ে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন, সঙ্গে থাকুন এই ধরণের আরও খবরের আপডেট পাওয়ার জন্য।

আরও পড়ুন:- আপনি রোজ ৫ লিটার দুধ খান? উত্তরে কি বললেন ধোনি ? জানতে বিস্তারিত পড়ুন

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন