Bangla News Dunia, Pallab : আপনাদের সামনে তুলে ধরতে চলেছি ভারতের কিছু অজানা তথ্য বা ভারতের কিছু সাধারণ জ্ঞানের প্রশ্ন। যেগুলির উত্তর হয় তো আমাদের অনেকেরই জানা বা অনেকের হয়তো জানা নেই। তাই এই অজানা বা জানা প্রশ্ন গুলি আপনাদের সামনে মক টেস্ট আকারে তুলে ধরা হলো। আপনারা অবশ্যই এই প্রশ্নগুলির উত্তর সমাধান করার চেষ্টা করবেন। আর এই মক টেস্ট গুলো চাকরির পরীক্ষার ক্ষেত্রেও বিশেষ ভাবে কাজে লাগে। তাই যে সকল প্রার্থী চাকরির পরীক্ষার জন্য প্রস্তুত নিচ্ছেন তারা অবশ্যই এগুলো ভালো করে খাতায় নোট করে রাখবেন।
আরও পড়ুন : এবার পশ্চিমবঙ্গে কেমন গরম সহ্য করতে হবে ? পূর্বাভাস দিলো আবহাওয়া দপ্তর
পৃথিবীর কিছু সাধারণ জ্ঞানের প্রশ্ন ও উত্তর। আপনারা অবশ্যই এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবেন।
আপনারা নিয়মিত আমাদের এই মক টেস্ট যদি পড়ে থাকেন তাহলে আপনাদের জন্য প্রতিদিন আমরা একটা করে মক টেস্ট নিয়ে আসবো।
1. পৃথিবীতে সবচেয়ে হালকা ধাতু কোনটি ?
A. লিথিয়াম
B. ম্যাগনেসিয়াম
C. অ্যালুমিনিয়াম
D. টাইটানিয়াম
Ans – লিথিয়াম।
2. পৃথিবীর ক্ষুদ্রতম পাখি কোনটি ?
A. চড়ুই
B. দোয়েল
C. ফুলঝুড়ি
D. হামিং বার্ড
Ans – হামিং বার্ড।
3. পৃথিবীর বৃহত্তম পাখি কোনটি ?
A. ময়ূর
B. সারস
C. উটপাখি
D. ঈগল
Ans – উটপাখি।
4. পৃথিবী দীর্ঘতম খাল কোনটি ?
A. গ্র্যান্ড ক্যানিয়ন
B. পানামা খাল
C. সুয়েজ খাল
D. হিজলি খাল
Ans – গ্র্যান্ড ক্যানিয়ন।
5. পৃথিবীর কোন দেশে মধ্যরাতে সূর্য দেখা যায় ?
A. চীন
B. ফ্রান্স
C. অস্ট্রেলিয়া
D. নরওয়ে
Ans – নরওয়ে।
6. পৃথিবীর সর্ববৃহৎ মহাকাব্য কোনটি?
A. বাইবেলের
B. রামায়ণ
C. মহাভারত
D. ইলিয়াড
Ans – মহাভারত।
7. পৃথিবীর বৃহত্তম মরুভূমির নাম কি ?
A. সাহারা
B. থর
C. গোবি
D. আর্কটিক
Ans – সাহারা।
8. পৃথিবীর ছাদ কাকে বলা হয় ?
A. আন্টার্টিকা মালভূমি
B. দক্ষিণাত্যের মালভূমি
C. পামির মালভূমি
D. কলোরাডো মালভূমি
Ans – পামির মালভূমি।
9. বিশ্বের উচ্চতম স্ট্যাচু কোনটি ?
A. স্ট্যাচু অব ফ্রিডম
B. স্ট্যাচু অব লিবার্টি
C. গ্ৰেট বুদ্ধ
D. স্ট্যাচু অব ইউনিটি
Ans – স্ট্যাচু অব ইউনিটি।
10. বিশ্বে প্রথম সংবিধান তৈরি করে কোন দেশ ?
A. USA
B. নেপাল
C. ইংল্যান্ড
D. অস্ট্রেলিয়া
Ans – USA.