Bangla News Dunia, Pallab : আপনাদের সামনে তুলে ধরতে চলেছি ভারতের কিছু অজানা তথ্য বা ভারতের কিছু সাধারণ জ্ঞানের প্রশ্ন। যেগুলির উত্তর হয় তো আমাদের অনেকেরই জানা বা অনেকের হয়তো জানা নেই। তাই এই অজানা বা জানা প্রশ্ন গুলি আপনাদের সামনে মক টেস্ট আকারে তুলে ধরা হলো। আপনারা অবশ্যই এই প্রশ্নগুলির উত্তর সমাধান করার চেষ্টা করবেন। আর এই মক টেস্ট গুলো চাকরির পরীক্ষার ক্ষেত্রেও বিশেষ ভাবে কাজে লাগে। তাই যে সকল প্রার্থী চাকরির পরীক্ষার জন্য প্রস্তুত নিচ্ছেন তারা অবশ্যই এগুলো ভালো করে খাতায় নোট করে রাখবেন
আরও পড়ুন : এবার পশ্চিমবঙ্গে কেমন গরম সহ্য করতে হবে ? পূর্বাভাস দিলো আবহাওয়া দপ্তর
ভারতের সাধারণ জ্ঞানের প্রশ্ন ও উত্তর। আপনারা অবশ্যই এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবেন।
আপনারা নিয়মিত আমাদের এই মক টেস্ট যদি পড়ে থাকেন তাহলে আপনাদের জন্য প্রতিদিন আমরা একটা করে মক টেস্ট নিয়ে আসবো।
1. প্রথম কোন ব্যক্তি পৃথিবীর ম্যাপ আঁকেন ?
A. অ্যানাক্সিমিন্ডার
B. কোপার্নিকাস
C. অ্যাডাম স্মিথ
D. এরাটসথেনিস
Ans – অ্যানাক্সিমিন্ডার।
2. এর মধ্যে পৃথিবীর সবচেয়ে দামি কাঠ কোনটি ?
A. লাল চন্দন
B. সেগুন
C. আফ্রিকান ব্ল্যাকউড
D. গোলাপি আইভার
Ans – আফ্রিকান ব্ল্যাকউড।
3. পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য কোনটি ?
A. ইন্দোনেশিয়া ম্যানগ্রোভ অরণ্য
B. সুন্দরবন ম্যানগ্রোভ অরণ্য
C. ব্রাজিল ম্যানগ্রোভ অরণ্য
D. অস্ট্রেলিয়া ম্যানগ্রোভ অরণ্য
Ans – সুন্দরবন ম্যানগ্রোভ অরণ্য।
4. বিশ্ব মাতৃভাষা দিবস কবে পালিত হয় ?
A. ১০ই জানুয়ারি
B. ২১ মার্চ
C. ২১ ফেব্রুয়ারি
D. ২১ এপ্রিল
Ans – ২১ ফেব্রুয়ারি।
5. বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয় ?
A. ৫ জানুয়ারি
B. ৫ আগস্ট
C. ৫ মে
D. ৫ জুন
Ans – ৫ জুন।
6. ভূমিকম্পের তীব্রতা মাপ হয় কোন স্কেলে ?
A. রিখটার স্কেল
B. সেলসিয়াস স্কেল
C. ফারেনহাইট স্কেল
D. ব্যারোমিটার
Ans – রিখটার স্কেল।
7. সমুদ্রের গভীরতা কিসের সাহায্যে মাপা হয় ?
A. ব্যারোমিটার
B. ফ্যাদোমিটার
C. হাইগ্ৰোমিটার
D. সবগুলো ভুল
Ans – ফ্যাদোমিটার।
8. জলদাপাড়া কোন প্রাণী সংরক্ষণের জন্য বিখ্যাত ?
A. হাতি
B. গন্ডার
C. বাঘ
D. সিংহ
Ans – গন্ডার।
9. উত্তরবঙ্গের ত্রাসের নদী বলা হয় কাকে ?
A. তোর্ষা
B. তিস্তা
C. মহানন্দা
D. জলঢাকা
Ans – তিস্তা
10. শব্দ দূষণ পরিমাপের একক কি ?
A. ওডোমিটার
B. কিলোবেল
C. ডেসিবেল
D. গ্ৰামবেল
Ans – ডেসিবেল।