পহলগাম হামলায় নেতৃত্ব দিয়েছিল হাশিম মুসা, পাক সেনার প্রাক্তন কমান্ডোই মূল চক্রী ?

By Bangla News Dunia Dinesh

Published on:

Hh

Bangla News Dunia, Pallab : পহলগাম হামলার পর সাতদিন কেটে গিয়েছে। কিন্তু এখনও অধরা জঙ্গিরা। ভারতের অভিযোগ, পাক মদতপুষ্ট জঙ্গিরা এই হামলা চালিয়েছে। যদিও সেই অভিযোগ অস্বীকার করে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। এমন পরিস্থিতিতে তদন্তে উঠে এল চাঞ্চল্য়কর তথ্য।

আরও পড়ুন : ওষুধ ছাড়াই অ্যাসিডিটি থেকে মুক্তি পেতে চান? জেনে নিন ঘরোয়া উপায়

একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে, পহলগামে হামলার নেতৃত্বে ছিল পাক জঙ্গি হাশিম মুসা। সে পাক সেনার প্রাক্তন কমান্ডো। পরে লস্কর-ই-তৈবায় যোগ দেয়। অর্থাৎ পহলগামে জঙ্গি হামলার ঘটনার পেছনে পাকযোগ রয়েছে, তা অনেকটাই স্পষ্ট হল।

সূত্রের খবর, জম্মু ও কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর সদস্য বা কাশ্মীরি নন, এমন ব্যক্তিদের উপর হামলা চালানোর দায়িত্ব দেওয়া হয়েছিল মুসাকে। গত বছর বারামুলা সহ কাশ্মীরের দুই জায়গায় হামলার নেপথ্যেও ছিল কট্টরপন্থী এই পাক জঙ্গি। পহলগামে হামলার আগে সোপোরে বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েছিল মুসা। কোনও রকমে প্রাণ বাঁচিয়ে পালিয়েছিল সে। পহলগাম হামলার জম্মু ও কাশ্মীর পুলিশ যে জঙ্গিদের ছবি প্রকাশ করেছে, তার মধ্যে রয়েছে মুসাও।

২২ এপ্রিল পহেলগামের বৈসরনে জঙ্গি হামলা হয়। সেই হামলায় ২৬ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় ১৪ জন স্থানীয় জঙ্গিকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে অভিযানে নেমেছে সেনাবাহিনী। ১০ জন স্থানীয় জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

আরো পড়ুন : কখন “টিউমার’ ক্যান্সারে পরিনত হয় ? জানুন সঠিক তথ্য

আরও পড়ুন : জানুন প্রবল গরমে সান স্ট্রোক প্রতিরোধে করণীয় ?

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন