পহেলগাঁওয়ের জঙ্গিরা ‘স্বাধীনতা সংগ্রামী’! পাক উপ প্রধানমন্ত্রীর বিস্ফোরক মন্তব্যে

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, দীনেশ :-  পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় (Pahalgam Terror Attack) প্রাণ হারিয়েছেন ২৬ পর্যটক। এই ঘটনা নাড়িয়ে দিয়েছে গোটা ভারতকে। এরপর থেকে ক্ষোভে ফুঁসছে দেশ। নিন্দায় সরব গোটা বিশ্ব। এই পরিস্থিতিতে পাকিস্তানের (Pakistan) দ্বিচারিতা আরও যেন প্রকট হয়ে উঠল। এই ঘটনায় যেখানে দু’দিন আগেও নিন্দা করেছিল পাকিস্তান, এবার সেই হামলার সঙ্গে যুক্ত জঙ্গিদেরই ‘স্বাধীনতা সংগ্রামী’ আখ্যা দিলেন পাক উপ প্রধানমন্ত্রী তথা বিদেশমন্ত্রী মহম্মদ ইশাক দার (Ishaq Dar)।

সাংবাদিক বৈঠকে মহম্মদ ইশাক দার বলেন, ‘২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরে (J&K) পহেলগাঁও জেলায় যারা হামলা চালিয়েছিল হতে পারে তাঁরা স্বাধীনতা সংগ্রামী।’ পহেলগাঁওয়ের ঘটনার পর কড়া পদক্ষেপ করেছে ভারত। স্থগিত করে দেওয়া হয়েছে ১৯৬০ সালে সিন্ধু জলবণ্টন চুক্তি। নেওয়া হয়েছে আরও কিছু বড় সিদ্ধান্ত। এবিষয়ে ইশাক দার বলেন, ‘পাকিস্তানের ২৪ কোটি মানুষের জলের প্রয়োজন। এটা বন্ধ করা যায় না। এটা অ্যাক্ট অব ওয়ার। কোনও স্থগিতাদেশ বা দখল মেনে নেওয়া হবে না।’ ভারত পাকিস্তানকে হুমকি বা আক্রমণ করলে প্রত্যুত্তর দিতে তারা বাধ্য হবেন বলেও জানান বিদেশমন্ত্রী। এদিকে তাঁর ‘স্বাধীনতা সংগ্রামী’ মন্তব্যে নিন্দার ঝড় উঠেছে সর্বত্র।

আরও পড়ুন:- সম্পূর্ণ বন্ধ বাণিজ্য! কত কোটির ক্ষতির মুখে প্রতিবেশী দেশ পাকিস্তান ? জেনে নিন

আরও পড়ুন:- পহেলগাঁওয়ে জঙ্গি হামলাকে সমর্থন, গ্রেফতার বিধায়ক । বিস্তারিত জানুন

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন