পহেলগাঁওয়ে মৃতদের পরিবারকে ৫০ লক্ষ টাকা ও সরকারি চাকরি, ঘোষণা সরকারের

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে ঘটে যাওয়া নারকীয় জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন ২৫ জন পর্যটক সহ এক স্থানীয় ব্যক্তি। এই আবহে মৃতদের পরিবারের জন্য ৫০ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করল মহারাষ্ট্র সরকার। শুধু তাই নয়, মৃতের পরিবারের একজনকে সরকারি চাকরি এবং মৃতের সন্তানদের পড়াশোনার পুরো খরচ বহন করার কথাও এদিন জানিয়েছে দেবেন্দ্র ফড়ণবিসের নেতৃত্বাধীন সরকার।

আরও পড়ুন : ওষুধ ছাড়াই অ্যাসিডিটি থেকে মুক্তি পেতে চান? জেনে নিন ঘরোয়া উপায়

জানা গিয়েছে, জঙ্গি হামলায় মৃত ২৬ জনের মধ্যে মহারাষ্ট্রের বাসিন্দা ছিলেন ৬ জন। আর এই পরিবারগুলির পাশে দাড়ানোর অঙ্গীকার নিয়েই এদিন এমন ঘোষণা করা হয়। মঙ্গলবার এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস বলেন, ‘আজ মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় যাদের মৃত্যু হয়েছে, তাঁদের পরিবারকে আর্থিক সাহায্য হিসেবে ৫০ লক্ষ টাকা দেবে সরকার। তাঁদের সন্তানদের পড়াশুনোর খরচ ও পরিবারের একজনকে চাকরি দেওয়ারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

প্রসঙ্গত, গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় প্রাণ হারান ২৬ জন ভারতীয় নাগরিক। কিন্তু এই হামলায় পাক মদতের অভিযোগ প্রথম থেকেই অস্বীকার করেছে ইসলামাবাদ। ঘটনার জবাবে সিন্ধু জলচুক্তি বাতিল, পাকিস্তানিদের ভিসা বাতিল, ওয়াঘা-অটারি সীমান্ত বন্ধ সহ একাধিক পদক্ষেপ নিয়েছে ভারত। পালটা জবাবে ভারতের সঙ্গে বাণিজ্য বন্ধ, আকাশসীমা বন্ধ সহ বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে পাকিস্তানও।

আরো পড়ুন : কখন “টিউমার’ ক্যান্সারে পরিনত হয় ? জানুন সঠিক তথ্য

আরও পড়ুন : জানুন প্রবল গরমে সান স্ট্রোক প্রতিরোধে করণীয় ?

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন