পহেলগাঁওয়ে হামলা চালানো জঙ্গিদের দেখেছেন তিনি ! চিরুনি তল্লাশি শুরু

By Bangla News Dunia Dinesh

Published on:

us army arrest ahomed al kuredi in syria

Bangla News Dunia, Pallab : পহেলগাঁও (Pahalgam) কাণ্ডে অভিযুক্ত চার সন্ত্রাসবাদীকে দেখেছেন বলে দাবি করলেন কাশ্মীরের কাঠুয়ার এক মহিলা। মহিলার এই দাবির পরই শুক্রবার কাঠুয়ায় পৌঁছে চিরুনি তল্লাশি শুরু করেছে কাশ্মীর পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ। পহেলগাঁওয়ে ২৬ জন পর্যটকের উপর প্রাণঘাতী হামলার পরই সন্দেহভাজন জঙ্গিদের স্কেচ আঁকিয়ে প্রকাশ করে প্রশাসন। পরে তাদের ছবিও সামনে আনা হয়। এরপরই কাঠুয়ার বাসিন্দা এই মহিলা দাবি করেছেন, তিনি সন্দেহভাজন চার জঙ্গিকে দেখেছেন।

আরও পড়ুন : ভারত VS পাকিস্তান, স্থল-জল-আকাশে কার কত ক্ষমতা ? বিস্তারিত জেনে নিন

এর পাশাপাশি এদিন বারামুল্লা ও পুলওয়ামাতেও তল্লাশি অভিযান চালানো হয়। বারামুল্লার (Baramullah) পট্টন এলাকায় নিষিদ্ধ ঘোষিত জম্মু কাশ্মীর ন্যাশনাল ফ্রন্টের (JKNF) ভারত বিরোধী কাজকর্মের সূত্রে তল্লাশি চালানো হয় বলে জানা গেছে। সূত্র মারফত খবর, বারামুল্লা পুলিশ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে খোর শেরাবাদ এলাকায়  গুলাম মহম্মদ গণির বাড়িতে তল্লাশি চালায়। তল্লাশিতে বেশ কিছু সন্দেহজনক সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে।

উল্লেখ্য, গত মঙ্গলবার পহেলগাঁওয়ের বৈসরন উপত্যাকায় পর্যটকদের উপর হামলা চালায় জঙ্গিরা। অভিযোগ, ধর্ম পরিচয় নিশ্চিত করে বেছে বেছে হিন্দুদের হত্যা করা হয়। মোট ২৭ জনের মৃত্যু হয়। যার মধ্যে ২৬ জনই পর্যটক। মোট ৫ জন জঙ্গি এই হামলার সঙ্গে যুক্ত ছিল। সাম্প্রতিক অতীতে অসামরিক ব্যক্তিদের উপর এমন নৃশংস জঙ্গি হামলার নজির কাশ্মীরে নেই। ঘটনার পরই লস্কর এ তৈবার শাখা সংগঠন বলে পরিচিত দ্যা রেজিস্ট্যান্স ফোর্স এই হামলার দায় স্বীকার করে।

এই হামলার জেরে ভারত-পাকিস্তানের (India Pakistan Relation) সম্পর্ক একেবারে তলানিতে পৌঁছে গেছে। পাকিস্তানের সঙ্গে ১৯৬০ সালের সিন্ধু জলচুক্তি (Indus Water Treaty) স্থগিত করেছে ভারত। এছাড়াও পাক নাগরিকদের অবিলম্বে ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাকিস্তানের নাগরিকদের সমস্তরকম ভিসা বাতিল করার সিদ্ধান্তও নিয়েছে নয়াদিল্লি। আটারি ওয়াঘা (Atari Wagah) সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া পাক কূটনীতিকদেরও দেশ ছাড়তে বলেছে ভারত।  ভারতের একের পর এক সিদ্ধান্তের প্রেক্ষিতে পাকিস্তানও ১৯৭২ সালে সম্পাদিত সিমলা চুক্তি (Simla Agreement) স্থগিত করে দিয়েছে। এছাড়া ভারতীয় বিমানের জন্য পাকিস্তানের আকাশসীমা ব্যবহারেও নিষেধাজ্ঞা জারি করেছে ইসলামাবাদ। এই পরিস্থিতিতে দুই দেশের সীমান্তে যথেষ্ট উত্তেজনা রয়েছে।

আরও পড়ুন : পহেলগাঁও হামলায় কোন 5 কড়া পদক্ষেপ নিলো ভারত ? জানতে বিস্তারিত পড়ুন

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন