Bangla News Dunia, বাপ্পাদিত্য:- বন্দুকধারী ‘পাকিস্তানি ভাইয়া’র সঙ্গে ছবি শেয়ার করায় এক যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করল পুলিশ। নদিয়ার ওই যুবক নিজের ফেসবুক স্টোরিতে ছবিগুলি পোস্ট করেছিলেন। ছবিতে তাঁর বিদেশি বন্ধুদের হাতে একে-৪৭ ধরনের আগ্নেয়াস্ত্র দেখা গিয়েছে। স্টোরির ক্যাপশনে লেখা ছিল ‘পাকিস্তানি ভাইয়া’। পহেলগাঁও হামলার পর দেশজুড়ে নিরাপত্তা সতর্কতা জারি। এমতাবস্থায় এমন ছবি ঘিরে চাঞ্চল্য ছড়ায়।
পুলিশ সূত্রের খবর, ছবিগুলির স্ক্রিনশট ঊর্ধ্বতন কর্তাদের কাছে পৌঁছতেই দ্রুত পদক্ষেপ করা হয়। পুলিশ জানিয়েছে, ‘ওই যুবককে কৃষ্ণনগরে ডেকে এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। প্রাথমিক তদন্তে কোনও সন্ত্রাসযোগ বা বিপজ্জনক যোগসাজশের প্রমাণ মেলেনি। কোনও সংগঠনের সঙ্গে সরাসরি যুক্ত থাকার প্রমাণও মেলেনি। তবে তাঁকে আরও কিছু সময় নজরদারিতে রাখা হয়েছে।’
পুলিশ জানিয়েছে, সন্দেহজনক ছবিগুলি হাতে আসার সঙ্গে সঙ্গেই যুবকের পরিচয় খুঁজে বের করা হয়। সূত্রের খবর, ইদের সময় শেষবার গ্রামের বাড়িতে এসেছিলেন তিনি। পুলিশ যুবকের বাবা-মাকেও জিজ্ঞাসাবাদ করেছে। তদন্ত চলছে।
পুলিশ আরও জানিয়েছে, তিন বছর আগে কাজের জন্য ওই যুবক কাতারে গিয়েছিলেন। এক বছর আগে কাতার থেকে ভারতে ফেরেন। তবে কিছুদিনের মধ্যেই মুম্বই চলে যান। সেখানে এক আত্মীয়ের হোটেলে কাজ করতেন।
এক উচ্চপদস্থ পুলিশ আধিকারিক জানিয়েছেন, ‘বেশ সন্দেহজনক ব্যাপার। সব দিক খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, বিদেশে থাকার সময় বন্দুকধারীদের সঙ্গে তাঁর পরিচয় হয়। যত দ্রুত সম্ভব পুরো বিষয়টি জানার চেষ্টা চলছে।’
তদন্তে আরও জানা গিয়েছে, তিন বছর আগে ওই যুবক গ্রামের এক বিবাহিত মহিলার সঙ্গে পালিয়ে গিয়েছিলেন। এরপরই তাঁকে গ্রাম থেকে বেরিয়ে যেতে হয়। তারপর থেকেই পরিবারের সঙ্গে তাঁর যোগাযোগ ছিন্ন হয়ে যায়। পুলিশ বাবা-মার বয়ান রেকর্ড করেছে।
উল্লেখ্য, ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে পাকিস্তান-ঘনিষ্ঠ জঙ্গিগোষ্ঠী ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’-এর হামলায় ২৬ জন প্রাণ হারান। এরপরই সারা দেশে নিরাপত্তা জোরদার হয়। ভারত-পাকিস্তান সম্পর্ক নতুন করে তলানিতে পৌঁছেছে। নয়াদিল্লি সরাসরি ইসলামাবাদের বিরুদ্ধে সীমান্ত পেরিয়ে সন্ত্রাস ছড়ানোর অভিযোগ এনেছে। এই পরিস্থিতিতে পাকিস্তানি আগ্নেয়াস্ত্রধারীদের সঙ্গে ছবিতে এক যুবকের বন্ধুত্ব পুলিশের কাছে অত্যন্ত গুরুতর তদন্তের বিষয় হয়ে দাঁড়িয়েছে।
আরও পড়ুন:- ডিলিট হওয়া WhatsApp মেসেজ কিভাবে দেখবেন ? জেনে নিন