পহেলগাঁও হত্যালীলায় অভিযুক্ত ! লস্কর জঙ্গির বাড়ি উড়ল বিস্ফোরণে

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : পহেলগাঁও সন্ত্রাসে যুক্ত সন্দেহে নাম উঠে এসেছিল লস্কর-ই-তৈবা জঙ্গি আসিফ শেখের। বৃহস্পতিবার সেনার তল্লাশি অভিযান চলাকালীন বিস্ফোরণে উড়ে গিয়েছে তার বাড়ি (Lashkar terrorists houses destroyed)। জম্মু-কাশ্মীরের (J&K) ত্রালে ঘটনাটি ঘটেছে। যখন সেনা বাড়ির কাছাকাছি পৌঁছায়, তখন দেখা যায় বাড়ির ভেতর কেউ বা কারা নড়াচড়া করছে। মনে করা হচ্ছে বাড়ির ভেতর মজুত ছিল বিপুল পরিমাণ বিস্ফোরক। হয়তো আরও সন্দেহজনকও কিছু ছিল।

আরও পড়ুন : ভারত VS পাকিস্তান, স্থল-জল-আকাশে কার কত ক্ষমতা ? বিস্তারিত জেনে নিন

আসিফের পাশাপাশি পহেলগাঁওয়ের নৃশংস হামলায় জড়িত সন্দেহে আরও এক জঙ্গি আদিল হোসেন ঠোকারের বাড়িও ধূলিসাৎ হয়ে গিয়েছে। জানা গিয়েছে, তার বাড়ি গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন। ২২ এপ্রিলে পহেলগাঁওয়ের বৈসরনে জঙ্গি হামলায় মৃত্যু হয় ২৬ নিরীহ পর্যটকের। সেই হামলায় সন্দেহভাজন হিসেবে উঠে আসে আদিল এবং আসিফের নাম। এই দুই সন্দেহভাজনই কাশ্মীরের বাসিন্দা বলে জানা যায়।

জানা গিয়েছে, আসিফের বাড়ির আশপাশে প্রচুর বিস্ফোরক মজুত করা ছিল। সার্চ অপারেশনের সময় স্পেশাল ফোর্সের লোকজন তার বাড়ির কাছে সন্দেহজনক বস্তু পড়ে থাকতে দেখেন। বিপদ আঁচ করে দ্রুত সরে যান তাঁরা। এরপরই নিমেষের মধ্যে বিস্ফোরণে উড়ে যায় তার বাড়ি।

এদিকে পহেলগাঁওয়ের ঘটনার (Pahalgam Terror Attack) পর পরিস্থিতি খতিয়ে দেখতে এদিন কাশ্মীর যাচ্ছেন সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। প্রথমে শ্রীনগরে যাবেন তিনি। সেখানে পদস্থ সামরিক কর্তাদের সঙ্গে বৈঠকে নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করবেন। এরপর বৈসরন উপত্যকায় ঘটনাস্থল পরিদর্শনেও যেতে পারেন তিনি।

আরও পড়ুন : পহেলগাঁও হামলায় কোন 5 কড়া পদক্ষেপ নিলো ভারত ? জানতে বিস্তারিত পড়ুন

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন