পহেলগাঁও হামলার ছক কোথায়, কারা করেছে? সব কিছু ঘোষণা করে দিল আমেরিকা

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- গত এপ্রিলে কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় জড়িত পাক সংগঠনকে জঙ্গি দলের তকমা দিল আমেরিকা। গত ২২ এপ্রিল বৈসরন উপত্যকায় জঙ্গি হামলার নেপথ্যে ছিল পাক সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট বা টিআরএফ। ওই সংগঠনকে জঙ্গি দলের তকমা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা। ভারত এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে।

এক বিবৃতিতে বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, ‘সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই ও জঙ্গি কাঠামো ধ্বংসে ভারত বরাবর বিশ্বের কাছে সহযোগিতায় জোর দিয়ে আসছে। টিআরএফকে জঙ্গি দলের তকমা দেওয়ার সিদ্ধান্ত সময়োপযোগী।’ সরকার যে সন্ত্রাসবাদ ইস্যুতে জিরো টলারেন্স নীতি নিয়েছে, সে কথাও ফের স্মরণ করিয়েছেন জয়শঙ্কর।

পহেলগাঁও হামলার ন্যায়বিচারের লক্ষ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরকার টিআরএফকে জঙ্গিদলের তকমা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও।

প্রসঙ্গত, গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় জঙ্গি হামলায় ২৫ জন পর্যটক ও এক কাশ্মীরির মৃত্যুতে ফুঁসে ওঠে গোটা দেশ। তার পরই পাকিস্তানের বিরুদ্ধে কূটনৈতিক স্তরে একাধিক পদক্ষেপ করে ভারত। জঙ্গি হামলার বদলা নেওয়ার দাবি ওঠে গোটা দেশে। গত ৭ মে মধ্যরাতে পাক অধিকৃত কাশ্মীর ও পাকিস্তানের ৯টি জায়গায় জঙ্গি শিবির গুঁড়িয়ে দেয় ভারত। যে অভিযানের নাম দেওয়া হয় অপারেশন সিঁদুর। ভারতের এই অভিযানে পর্যদুস্ত হয় পাকিস্তান। তার পরই সীমান্ত ঘেঁষা ভারতের একাধিক শহরকে নিশানা করে হামলা চালানোর চেষ্টা করে পাকিস্তান। কিন্তু ইসলামাবাদের সব চক্রান্ত বানচাল করে মোক্ষম জবাব দেয় ভারত।

আরও পড়ুন:- দাঁতের ব্যথায় কষ্ট পাচ্ছেন ? এই ঘরোয়া উপায়ে কয়েক মিনিটেই কাজ হবে

আরও পড়ুন:- বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর এই রাইফেল বানাচ্ছে ভারত, মিনিটে ৭০০ রাউন্ড গুলি ছুড়তে সক্ষম।

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন