Bangla News Dunia, বাপ্পাদিত্য:- পহেলগাঁওয়ে পর্যটকদের উপর মঙ্গলবার জঙ্গিহামলার ঘটনা নাড়িয়ে দিয়েছে সমগ্র দেশকে ৷ সমবেদনা, কান্নার রোলের মধ্যেও জ্বলছে প্রতিশোধের আগুন ৷ কাশ্মীরের ঘটনায় উষ্মাপ্রকাশ করেছেন অন্য়ান্য রাষ্ট্রনেতারাও ৷ জঙ্গিহামলায় মৃত 26 জন পর্যটকের নাম সামনে এসেছে ইতিমধ্যেই ৷ সৌদি সফর কাটছাঁট করে বুধের সকালে দেশে ফিরেই বৈঠক সেরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এমতাবস্থায় বুধবার আইপিএলে হায়দরাবাদ বনাম মুম্বই ম্য়াচ নিয়ে বড় সিদ্ধান্ত নিল বিসিসিআই ৷
বুধবার ঘরের মাঠে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ডু অর ডাই ম্যাচে মুখোমুখি সানরাইজার্স হায়দরাবাদ ৷ প্লে-অফের দৌড়ে টিকে থাকতে রাজীব গান্ধি স্টেডিয়ামে আজ জয় আবশ্যক প্য়াট কামিন্সের দলের জন্য ৷ সেই ম্য়াচ আয়োজন ঘিরে সামনে এল বোর্ডের একাধিক বড় সিদ্ধান্ত ৷ পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় মৃত পর্যটকদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করে বুধবার কালো আর্মব্যান্ড পরে মাঠে নামবেন দু’দলের ক্রিকেটাররা ৷ কেবল ক্রিকেটাররাই নন, কালো ব্যাজ বহন করবেন ম্য়াচ অফিসিয়ালরাও ৷
ম্য়াচ শুরুর আগে কাশ্মীরে জঙ্গিহানায় নিহতদের প্রতি সম্মান জানিয়ে হবে এক মিনিট নীরবতা পালনও ৷ শুধু তাই নয়, উপ্পল স্টেডিয়ামে এদিন ম্য়াচ চলাকালীন বন্ধ থাকবে যে কোনও ধরনের বিনোদনমূলক কার্যকলাপ ৷ অর্থাৎ হায়দরাবাদ বনাম মুম্বই ম্য়াচে এদিন স্টেডিয়ামে দেখা যাবে না চিয়ারলিডারদের ৷ পাশাপাশি দেখা যাবে না কোনওরকম ফায়ারওয়ার্ক বা আতসবাজির কারসাজি ৷ যা নিত্যদিন ম্য়াচে ব্যবহার করা হয়ে থাকে ৷ সংবাদসংস্থা পিটিআই’কে বিষয়টি নিশ্চিত করেছে বোর্ডের এক সূত্র ৷
আরও পড়ুন:- পহেলগাঁও হামলার আগে PoK-তে ‘জিহাদের’ ডাক জঙ্গিনেতার, দেখুন ভাইরাল VIDEO
সেই সূত্র বলেছে, “কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গিহানায় নিহতদের স্মরণ করে দু’দলের ক্রিকেটাররা কালো আর্মব্য়ান্ড পরে মাঠে নামবেন ৷ নিহতদের প্রতি শ্রদ্ধায় মুম্বই বনাম হায়দরাবাদ ম্য়াচের সাইডলাইনে কোনও চিয়ারলিডারও থাকবেন না ৷ হবে না কোনও আতসবাজির রোশনাই ৷”
পহেলগাঁওয়ের হামলার দায় ইতিমধ্যেই স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈবার শাখা সংগঠন ‘দ্য রেসিস্ট্যান্ট ফোর্স’ ৷ সমস্বরে এই জঙ্গিহানার নিন্দা করেছে বাইশ গজ ৷ স্তম্ভিত সচিন তেন্ডুলকর সমগ্র বিশ্বকে নিহতদের পরিবারের পাশে দাঁড়ানোর আর্জি জানিয়েছেন ৷ ঘটনায় সমব্য়থী বিরাট কোহলি, শুভমন গিলের মত আইপিএলে অংশ নেওয়া ক্রিকেটাররা ৷
আরও পড়ুন:- আপনি রোজ ৫ লিটার দুধ খান? উত্তরে কি বললেন ধোনি ? জানতে বিস্তারিত পড়ুন