Bangla News Dunia, বাপ্পাদিত্য:- অ্যাপোলো মাইক্রো সিস্টেমস ভারতের ডিফেন্স সেক্টরের একটি জনপ্রিয় সংস্থা। শেষ ট্রেডিং সেশনে এই সংস্থার শেয়ার প্রাইস কমেছে ৯ শতাংশেরও বেশি। যদিও গত পাঁচ বছরে বিপুল অঙ্কের রিটার্ন এসেছে এই স্টক থেকে। বাজার বিশেষজ্ঞরা মনে করছেন, সোমবার লগ্নিকারীদের বড় অংশের নজর থাকবে এই সংস্থার স্টকে। কারণ শনিবার এই সংস্থার ২০২৪-২০২৫ অর্থবর্ষের জানুয়ারি থেকে মার্চ কোয়ার্টারের রেজ়াল্ট প্রকাশিত হয়েছে। তার প্রভাব সোমবার পড়ার সম্ভাবনা প্রবল।
Apollo Micro Systems FY25 Q4 Results
২০২৫ অর্থবর্ষের শেষ কোয়ার্টারে অ্যাপোলো মাইক্রো সিস্টেমের নেট প্রফিট হয়েছে ১৩.৯৬ কোটি টাকা। ২০২৪ অর্থবর্ষের শেষ কোয়ার্টারে এই অঙ্ক ছিল ১২.৯৩ কোটি। অর্থাৎ নেট প্রফিট বেড়েছে প্রায় ৮ শতাংশ। ২০২৫ অর্থবর্ষের তৃতীয় কোয়ার্টারে এই সংস্থার নেট প্রফিট ২৩ শতাংশ কমেছিল।
নেট প্রফিটের পাশাপাশি রেভিনিউ বেড়েছে এই সংস্থার। এ বছর জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে অ্যাপোলো মাইক্রো সিস্টেমের রেভিনিউ হয়েছে ১৬১.৭৭ কোটি টাকা। আগের বছরে একই সময়ে এই পরিমাণ ছিল ১৩৫.৪৪ কোটি টাকা। অর্থাৎ গত এক বছরে রেভিনিউ বেড়েছে ১৯ শতাংশ।
সমগ্র অর্থবর্ষের নিরিখে বিচার করলে এই সংস্থার নেট প্রফিট, রেভিনিউ, EBITDA অনেকটা বেড়েছে। ২০২৪ অর্থবর্ষের তুলনায় ২০২৫ অর্থবর্ষে অ্যাপোলো মাইক্রো সিস্টেমের নেট প্রফিট বেড়েছে ৮১.১৮ শতাংশ, রেভিনিউ বেড়েছে ৫১.২৪ শতাংশ এবং EBITDA বেড়েছে ৫৪ শতাংশ।
Apollo Micro Systems Share Price
এই সংস্থার শেয়ারে যাঁরা কয়েক বছর আগে লগ্নি করেছিলেন, তাঁরা এখন বিপুল অঙ্কের রিটার্ন পাচ্ছেন। লক্ষ টাকার রিটার্নকে কোটি টাকায় পরিণত করেছে এই স্টক। গত পাঁচ বছরে ১৫৫০ শতাংশ রিটার্ন দিয়েছে এই স্টকে। গত ২ বছরে রিটার্ন মিলেছে প্রায় ৩০৯ শতাংশ। তবে গত এক বছরে বাজারে অস্থিরতার কারণে এই স্টকের পারফরম্যান্সে কিছুটা ধাক্কা খেয়েছে। গত এক বছরে এই স্টক বেড়েছে মাত্র ২৫ শতাংশ। এর মধ্যে শেষ ৬ মাসে এই স্মল ক্যাপ স্টকের বৃদ্ধি হয়েছে ৫২ শতাংশ। গত এক মাসে ১৭ শতাংশের বেশি দাম বেড়েছে এই সংস্থার। বাজার বিশেষজ্ঞরা মনে করছেন, সোমবার এই স্টকের দাম বৃদ্ধির সমূহ সম্ভাবনা রয়েছে। তাই সোমবার নজর রাখতে পারেন এই স্টকে।
আরও পড়ুন:- টানা ৩ দিন নিম্নচাপের বৃষ্টি এই জেলাগুলিতে। দেখে নিন, আপনার জেলা আছে কিনা














