Bangla News Dunia, দীনেশ :- পাকিস্তানকে (Pakistan) এক বিন্দু জলও দেওয়া হবে না। এর জন্য কেন্দ্রীয় সরকারের পরিকল্পনা রয়েছে। শুক্রবার এক সাক্ষাৎকারে এমনটা বললেন কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী সি আর পাটিল। তাঁর কথায়, ‘স্বল্পমেয়াদি, দীর্ঘমেয়াদি এবং মধ্যবর্তী পরিকল্পনা রয়েছে সরকারের। পরিস্থিতি অনুযায়ী যে কোনও একটি করা হবে যাতে পাকিস্তান এক বিন্দুও জলও না পায় তা নিশ্চিত করতে।’ যদিও সেই পরিকল্পনাগুলির বিষয়ে বিস্তারিত কিছু জানাননি মন্ত্রী।
আরও পড়ুন : ভারত VS পাকিস্তান, স্থল-জল-আকাশে কার কত ক্ষমতা ? বিস্তারিত জেনে নিন
গতকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা নিজের বাসভবনে একটি বৈঠক করেন। সেখানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রীও। বৈঠকে একাধিক বিষয়ে আলোচনা হয়। সূত্রের দাবি, বৈঠকে পহেলগাঁওয়ের ঘটনার পর সরকারের বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা হয়। পাকিস্তানের বিরুদ্ধে আইনি পথেও মোকাবিলা করতে প্রস্তুতি নিচ্ছে ভারত সরকার। পাকিস্তান বিশ্ব ব্যাংকের কাছে আবেদন করলে, আইনিভাবে তার বিরোধিতা করার প্রস্ততিও নিচ্ছে নয়াদিল্লি।
আরও পড়ুন : পহেলগাঁও হামলায় কোন 5 কড়া পদক্ষেপ নিলো ভারত ? জানতে বিস্তারিত পড়ুন
গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় (Pahalgam Terror Attack) প্রাণ হারিয়েছেন ২৬ জন। নৃশংসভাবে হত্যালীলা চালানো হয়। এই ঘটনার পর তলানিতে ঠেকেছে ভারত-পাকিস্তান (India-Pakistan) সম্পর্ক। কড়া পদক্ষেপ করে ভারত। সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেওয়ার অভিযোগে পাকিস্তানের বিরুদ্ধে একগুচ্ছ পদক্ষেপ করা হয়। এর মধ্যে সিন্ধু জলবণ্টন চুক্তি স্থগিত, ওয়াঘা-আটারি সীমান্ত বন্ধ করে দেওয়া, পাকিস্তানি নাগরিকদের ৪৮ ঘণ্টার মধ্যে দেশ ছাড়া নির্দেশ রয়েছে। ভারতের এমন সিদ্ধান্তের পর পাকিস্তানের তরফেও একাধিক সিদ্ধান্তের কথা জানানো হয়। সিন্ধু জলচুক্তি স্থগিত করার পদক্ষেপকে ‘যুদ্ধ’-এর সমান বলে জানায় পাকিস্তান।
আরও পড়ুন : বিদ্যুৎ বিল কমাতে সরকারের নতুন উদ্যোগ! কি সুবিধা হবে ? বিস্তারিত জেনে নিন
এদিকে ভারত সিন্ধু জলচুক্তি স্থগিত করার পর এনিয়ে হুঁশিয়ারি দিলেন পাকিস্তানের প্রাক্তন বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি। তাঁর কথায়, ‘ভারত পহেলগাঁওয়ের ঘটনার জন্য পাকিস্তানকে অভিযুক্ত করেছে। মোদি নিজের দুর্বলতা লুকোতে এবং তার জনগণকে ধোঁকা দিতে মিথ্যা অভিযোগ তুলেছেন। একতরফাভাবে সিন্ধু জলচুক্তি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন। সিন্ধু আমাদের এবং আমাদেরই থাকবে। হয় এই সিন্ধুতে জল প্রবাহিত হবে, নয়তো তাদের রক্ত প্রবাহিত হবে।’