পাকিস্তানকে নতুন এয়ার-টু-এয়ার ক্ষেপণাস্ত্র দেওয়া হচ্ছে না! বিবৃতিতে স্পষ্ট করল মার্কিন দূতাবাস

By Bangla News Dunia Dinesh

Published on:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পাকিস্তানকে অত্যন্ত উন্নত AIM-120 এয়ার-টু-এয়ার ক্ষেপণাস্ত্র বিক্রির কথা সরাসরি অস্বীকার করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। শুক্রবার সকালে মার্কিন দূতাবাস একটি বিবৃতি জারি করে এই ধরনের প্রতিবেদনকে “মিথ্যা” বলে অভিহিত করেছে। বিবৃতিতে বলা হয়েছে, “এই উল্লিখিত চুক্তির কোনও অংশেই পাকিস্তানের কাছে নতুন অ্যাডভান্সড মিডিয়াম-রেঞ্জ এয়ার-টু-এয়ার মিসাইল (AMRAAMs) সরবরাহের কথা নেই।”

বিভিন্ন মিডিয়া আউটলেট গত কয়েক দিন ধরে রিপোর্ট করছিল যে, পাকিস্তান সম্ভবত মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে নতুন AIM-120 AMRAAM ক্ষেপণাস্ত্র পাচ্ছে, যা তাদের F-16 যুদ্ধবিমানের ক্ষমতা বাড়িয়ে আঞ্চলিক আকাশ যুদ্ধের ভারসাম্য বদলে দিতে পারে। এই খবরগুলো দ্বিপাক্ষিক সম্পর্ক উষ্ণ হওয়ার আবহে পাকিস্তানের সামরিক সক্ষমতা বৃদ্ধির জল্পনাকে উস্কে দিচ্ছিল।

তবে মার্কিন দূতাবাসের বিবৃতিতে জোর দিয়ে বলা হয়েছে, “মিডিয়া রিপোর্টে উল্লিখিত চুক্তিটি হল, পাকিস্তানসহ বেশ কয়েকটি দেশের জন্য রক্ষণাবেক্ষণ (sustainment) এবং খুচরা যন্ত্রাংশ (spares) সংক্রান্ত।” বিবৃতিতে স্পষ্ট করা হয়, চুক্তিটি বিদ্যমান সিস্টেমগুলোকে সমর্থন করার উদ্দেশ্যে তৈরি এবং এটি পাকিস্তানের বিমান যুদ্ধ সক্ষমতা বৃদ্ধির জন্য নতুন কোনও বিক্রয়কে বোঝায় না। বিশেষজ্ঞদের মতে, এর মাধ্যমে ওয়াশিংটন বোঝাতে চেয়েছে যে, আঞ্চলিক সামরিক ভারসাম্যে কোনও ধরনের পরিবর্তন আনার সংবেদনশীলতা সম্পর্কে তারা সচেতন।

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন