পাকিস্তানকে বন্যা সতর্কর্তা মানবিক ভারতের !

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : ভারত (India) দায়িত্বশীল। পাকিস্তানের (Pakistan) সঙ্গে কূটনৈতিক সম্পর্ক সেই অর্থে না থাকলেও মানবিকতা থেকে সরে আসেনি ভারত। লাগাতার বৃষ্টির জেরে জম্মু ও কাশ্মীরের ইরাবতী নদীতে (Irrawaddy River) বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ায় পাকিস্তানকে সতর্ক করল ইসলামাবাদে নিযুক্ত ভারতীয় হাইকমিশন। রবিবার সতর্কবার্তাটি দেওয়া হয়েছে।

ভারতীয় হাইকমিশনের বার্তায় বলা হয়েছে, জম্মুতে মুষলধারায় বৃষ্টির জেরে ইরাবতী নদীতে জলস্ফীতি দেখা দিয়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পাকিস্তানের অবস্থান নদীর নিম্ন অববাহিকায়। অচিরেই দেশটি প্লাবিত হতে পারে। জিও নিউজ এই তথ্য উল্লেখ করে জানিয়েছে, সম্ভাব্য বন্যা সম্পর্কে পড়শি দেশকে সতর্ক করে দেওয়ার মধ্যে দিয়ে ভারতের সদিচ্ছাই প্রকাশ পাচ্ছে। খবরে বলা হয়েছে, ভারতের কাছ থেকে তথ্য পাওয়ার পরেই পাকিস্তানজুড়ে হাই অ্যালার্ট জারি হয়েছে। তা চলবে ৩০ অগাস্ট পর্যন্ত। বহু নাগরিককে নিরাপদ স্থানে সরিয়ে দেওয়াও সম্ভব হয়েছে।

মে মাসে সিঁদুর অভিযানকে কেন্দ্র করে ভারত-পাক সংঘর্ষের পর এই প্রথম পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ করল ভারত। পহলগাম কাণ্ডের পর ভারত-পাক কূটনৈতিক সম্পর্কে দাঁড়ি চলছে। স্থগিত সিন্ধু জলচুক্তি। কিন্তু তারপরেও ভারত মানবিকতা থেকে পিছু হটেনি।

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন