‘পাকিস্তানিদের চিহ্নিত করে ফেরত পাঠান’, মুখ্যমন্ত্রীদের নির্দেশ অমিত শায়ের

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, দীনেশ :- সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের জন্য বিশেষ বার্তা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিতা শা (Amit Shah)। শায়ের নির্দেশ, অবিলম্বে পাকিস্তানি নাগরিকদের চিহ্নিত করে ফেরত পাঠানো হোক তাঁদের দেশে। তবে শাহি নির্দেশিকা নিয়ে এখনও সরকারিভাবে কিছুই জানানো হয়নি।

আরও পড়ুন:- এক এক করে জঙ্গিদের বাড়ি বোমায় উড়িয়ে দিচ্ছে নিরাপত্তা বাহিনী, জানতে বিস্তারিত পড়ুন

পহেলগাঁও হামলার প্রেক্ষিতে পাকিস্তানি (Pakistan) নাগরিকদের ৪৮ ঘন্টার মধ্যে দেশ ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেয় কেন্দ্রীয় সরকার। ইতিমধ্যেই সেই সময়সীমা শেষ হয়েছে। নির্দিষ্ট সময় সীমা শেষ হতেই সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে নিজে ফোনে কথা বলেছেন অমিত শা। তিনি স্পষ্ট জানিয়েছেন, প্রত্যেক রাজ্যকে খুঁজে দেখতে হবে সেখানে কতজন পাকিস্তানি রয়েছেন। তাঁদের চিহ্নিত করে দ্রুত ফেরত পাঠাতে হবে। এদিকে, রাজ্য গোয়েন্দাদের সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত ‘লং টার্ম ভিসা’ নিয়ে কলকাতায় রয়েছেন ৩০ জন পাকিস্তানি। এক্ষেত্রে কী পদক্ষেপ করা হবে? তা নিয়ে উঠছে প্রশ্ন।

আরও পড়ুন : ভারত VS পাকিস্তান, স্থল-জল-আকাশে কার কত ক্ষমতা ? বিস্তারিত জেনে নিন

প্রসঙ্গত উল্লেখ্য, পাকিস্তানিদের ভিসা দেওয়া বন্ধ করেছে নয়াদিল্লি, এমনকী সার্ক দেশভুক্ত দেশগুলিকে যে বিশেষ ভিসা দেওয়া হয় সেটাও বাতিল করা হবে। অন্যদিক, পাক নাগরিকদের মধ্যে যারা মেডিকেল ভিসায় ভারতে রয়েছেন তাঁদের আগামী ২৯ এপ্রিলের মধ্যে ফিরে যেতে হবে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন:- সম্পূর্ণ বন্ধ বাণিজ্য! কত কোটির ক্ষতির মুখে প্রতিবেশী দেশ পাকিস্তান ? জেনে নিন

আরও পড়ুন:- পহেলগাঁওয়ে জঙ্গি হামলাকে সমর্থন, গ্রেফতার বিধায়ক । বিস্তারিত জানুন

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন