পাকিস্তানি হয়েও কেন ভারতে থাকেন আদনান? জানতে বিস্তারিত পড়ুন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- পাকিস্তানের প্রাক্তন মন্ত্রীর সঙ্গে বিবাদে জড়িয়েছেন পাক গায়ক আদনান সামি। পহেলগাঁও হামলার পর ভারত সরকার ঘোষণা করে যে সমস্ত পাকিস্তানিকে ২৬ এপ্রিলের মধ্যে এই দেশ ছাড়তে হবে। এরপরেই প্রাক্তন পাকিস্তানি মন্ত্রী চৌধুরী ফাওয়াদ হুসেন প্রশ্ন তোলেন যে আদনান সামি কি তাহলে ভারতেই থেকে যাবেন? আর এই নিয়েই বিতর্ক তৈরি হয়েছে। আদনান প্রাক্তন পাক মন্ত্রীকে অশিক্ষিত বোকা বলে অভিহিত করার পাশাপাশি এও জানিয়েছেন যে তিনি ২০১৬ সালেই ভারতের নাগরিকত্ব পেয়েছেন।

প্রসঙ্গত, আদনান পাকিস্তানের নাগরিক হলেও তিনি ২০১৬ সালেই ভারতের নাগরিকত্ব পেয়ে যান। বিভিন্ন ক্ষেত্রে এই দেশের হয়েই সুর চড়াতে দেখা গিয়েছে গায়ককে। পহেলগাঁও হামলার পর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যগুলিকে নির্দেশ দেন যে পাক নাগরিকেরা যেন তাঁদের দেশে ফিরে যান। আর তা নিয়েই প্রশ্ন তোলেন প্রাক্তন পাক মন্ত্রী ফাওয়াদ হোসেন। শুক্রবারই অমিত শাহ প্রত্যেক রাজ্যের মুখ্যমন্ত্রীদের নির্দেশ দেন যে ২৭ এপ্রিলের মধ্যে যেন সব পাক নাগরিক এই দেশ ছেড়ে দেন। তবে যাঁদের মেডিক্যাল ভিসা আছে, তাঁরা ২৯ এপ্রিলের মধ্যে ভারত ছেড়ে যেতে পারবেন।

এরপরই পাকিস্তানের প্রাক্তন মন্ত্রী তাঁর এক্স হ্যান্ডেলে প্রশ্ন করেন, আদনান সামি তাহলে কী করবেন? তারই কড়া ভাষায় জবাব দিলেন গায়ক আদনান। তিনি পাক মন্ত্রীকে জবাবে বলেন, এই অশিক্ষিত বোকাকে কে বলবে এটা? তবে এখানেই এই বাকযুদ্ধ শেষ হয় না। পাক মন্ত্রী যখন এটা জানান যে গায়ক লাহোর থেকে, এরপর রাগ আরও বাড়ে আদনানের। তিনি প্রাক্তন মন্ত্রীকে কটাক্ষ করে শুধরে দিয়ে বলেন যে তিনি তথ্য মন্ত্রকের মন্ত্রী হওয়া সত্ত্বেও ভুল তথ্য পরিবেশন করছেন। আদনান লাহোরের নয়, পেশোয়ার শহরের বাসিন্দা। এখানে উল্লেখ্য যে ইমরান খান শাসিত সরকারে ফাওয়াদ হুসেন  তথ্য, বিজ্ঞান ও প্রযুক্তিগত মন্ত্রী ছিলেন।

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন