পাকিস্তানের আকাশপথ ‘সিল’, তবে কি বিশাল ভারত পাকিস্তানকে আকাশপথ ছেড়ে দেবে !

By Bangla News Dunia Dinesh

Published on:

india pakistan fight

Bangla News Dunia, দীনেশ :- পহেলগাঁও কাণ্ডের জেরে পাকিস্তানের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ গ্রহন করেছে ভারত। তেমনই ভারতের পালটা পাকিস্তানও ঘোষণা করেছে ৮ টি পদক্ষেপ গ্রহণের কথা। যার মধ্যে অন্যতম হল, এখন থেকে আর পাকিস্তানের আকাশ ব্যবহার করতে পারবে না ভারতীয় বিমান সংস্থাগুলি। যার ফলে বড় সমস্যার সম্মুখীন হতে পারে ভারতের বিমান চলাচল ব্যবস্থা। কারণ উত্তর ভারতের শহরগুলি থেকে পশ্চিমের কোনও দেশে যেতে হলে মূলত পাকিস্তানের আকশপথ ব্যবহার করা হয়। কিন্তু এখন থেকে সেই পাক আকাশসীমা বন্ধ করে দেওয়ায় ভারতীয় বিমানগুলিকে অনেকটা ঘুরে যেতে হবে। যার ফলে সময় যেমন বেশি লাগবে তেমনই বাড়তে পারে বিমান ভাড়া।

আরও পড়ুন:- এক এক করে জঙ্গিদের বাড়ি বোমায় উড়িয়ে দিচ্ছে নিরাপত্তা বাহিনী, জানতে বিস্তারিত পড়ুন

এই প্রসঙ্গে এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস এবং স্পাইসজেটের মতো সংস্থা যারা আন্তর্জাতিক বিমান চালায় তাঁরা তাঁদের সমস্যার কথা জানিয়েছেন। তাঁদের বক্তব্য, পাকিস্তানের আকাশপথ ব্যবহার করতে না দেওয়া হলে উত্তর আমেরিকা, ব্রিটেন-সহ ইউরোপের বিভিন্ন দেশে বিমান চালানো আরও কঠিন হয়ে পড়বে। সমস্যার সম্মুখীন হতে হবে পশ্চিম এশিয়ার দেশগুলিতে বিমান চালাতেও। কারণ অন্য দিক দিয়ে ঘুরে যেতে সময় যেমন বেশি লাগবে তেমনই বাড়বে খরচও। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, পাকিস্তানের এই সিদ্ধান্তের ফলে ভারতীয় বিমান সংস্থাগুলির ভাড়া ৮ থেকে ১২ শতাংশ বৃদ্ধি পেতে পারে। যদি পড়শি দেশের এই আকাশপথ বন্ধ রাখার সিদ্ধান্ত দীর্ঘমেয়াদি হয় তবে এই ভাড়া আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

আরও পড়ুন : ভারত VS পাকিস্তান, স্থল-জল-আকাশে কার কত ক্ষমতা ? বিস্তারিত জেনে নিন

আরও পড়ুন:- সম্পূর্ণ বন্ধ বাণিজ্য! কত কোটির ক্ষতির মুখে প্রতিবেশী দেশ পাকিস্তান ? জেনে নিন

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন