Bangla News Dunia, দীনেশ :- বালোচিস্তানে রিমোট-কন্ট্রোলড আইইডি বিস্ফোরণে কমপক্ষে দশ পাক জওয়ানের মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে কোয়েটা থেকে ৩০ কিলোমিটার দূরে মার্গাট চৌকিতে ঘটনাটি ঘটে। বালোচ লিবারেশন আর্মি (বিএলএ) হামলার দায় স্বীকার করে জানিয়েছে, পাকিস্তানি সেনার বিরুদ্ধে তাদের বিদ্রোহ অব্যাহত থাকবে।
আরও পড়ুন:- পর্যটকদের লক্ষ্য করে গুলি, প্রকাশ্যে পহেলগাঁও হামলার নতুন Video
একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মার্গাট চৌকিতে পাক সেনাবাহিনীর কনভয় লক্ষ্য করে হামলা চালানো হয়। নিহত হয়েছেন শেহজাদ আমিন, আব্বাস, খলিল, জাহিদ, খুররম সেলিম সহ দশ জওয়ান। এটা ছিল রিমোট-কন্ট্রোলড আইইডি হামলা।
আরও পড়ুন:- ওষুধের দোকানে বিক্রি হওয়া নকল ওষুধ চিনবেন কীভাবে? বিস্তারিতভাবে বুঝে নিন
পাক প্রতিরক্ষা দপ্তরের তরফে শনিবার জানানো হয়েছে, বালোচ বিদ্রোহীদের হামলায় অন্তত ১০ জন সেনা জওয়ানের মৃত্য হয়েছে। বিএলএর মুখপাত্র জেনাদ বালোচ হামলার দায় স্বীকার করে জানিয়েছেন, ইসলামাবাদের আগ্রাসী আচরণের জবাবেই এই হামলা। অন্যদিকে, বিদ্রোহীদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে কোয়েটায়।
আরও পড়ুন:- আম্পায়ারকে ঘুষ? IPL-এ গড়াপেটা? সামনে আসলো চাঞ্চল্যকর VIDEO, দেখুন
আরও পড়ুন : ভারত VS পাকিস্তান, স্থল-জল-আকাশে কার কত ক্ষমতা ? বিস্তারিত জেনে নিন