পাকিস্তানের হয়ে স্লোগান ! ব্যক্তিকে পিটিয়ে খুনের অভিযোগ কর্ণাটকে

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, দীনেশ : পাকিস্তানের (Pakistan) হয়ে স্লোগান। এক ব্যক্তিকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল কর্ণাটকে (Karnataka)।

সূত্রের খবর, কুরুপুতে ২৭ এপ্রিল স্থানীয়দের মধ্যে একটি ক্রিকেট ম্যাচ চলছিল। সেই সময় ওই ব্যক্তি ‘পাকিস্তান জিন্দাবাদ’ বলে স্লোগান দিচ্ছিলেন বলে অভিযোগ। পরে তাঁর মৃতদেহ উদ্ধার হয়। এবিষয়ে কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রী জি পরমেশ্বর জানিয়েছেন, মৃতের পরিচয় এখনও জানা যায়নি। তদন্ত চলছে।

আরও পড়ুন : জানুন প্রবল গরমে সান স্ট্রোক প্রতিরোধে করণীয় ?

প্রাথমিক রিপোর্টে জানা গিয়েছে, ক্রিকেট ম্যাচ চলাকালীন ওই ব্যক্তির স্লোগানে অশান্তির সৃষ্টি হয়। সেখানে যাঁরা ছিলেন, মারধর শুরু করেন তাঁকে। পরে তাঁর দেহ উদ্ধার হয়। ময়নাতদন্তের রিপোর্ট বলছে, অতিরিক্ত রক্তক্ষরণ এবং আঘাতে মৃত্যু হয় তাঁর। এই ঘটনায় এখনও পর্যন্ত ১৫ জনকে গ্রেপ্তার (Arrest) করেছে পুলিশ (Police)। ঘটনার তদন্ত চলছে।

আরো পড়ুন : কখন “টিউমার’ ক্যান্সারে পরিনত হয় ? জানুন সঠিক তথ্য

গত ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের (J&K) পহেলগাঁওয়ের ঘটনার (Pahalgam Terror Attack) পর ক্ষোভে ফুঁসছে গোটা দেশ। জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন ২৬ জন। এই ঘটনায় ক্ষোভের আগুন জ্বলছে দেশবাসীর মনে। এই পরিস্থিতিতে সামনে এসেছে এই ঘটনা।

আরও পড়ুন : ওষুধ ছাড়াই অ্যাসিডিটি থেকে মুক্তি পেতে চান? জেনে নিন ঘরোয়া উপায়

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন