Bangla News Dunia ,Pallab : তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) (TTP)-র একাধিক হামলায় নিহত হয়েছেন ৫ পুলিশকর্তা। জখম ৬ জন। শুক্রবার পাকিস্তানের (Pakistan) উত্তর-পশ্চিমাঞ্চলে পুলিশ হামলার কথা জানায়। টিটিপি হামলার দায় স্বীকার করেছে।
আরও পড়ুন : ৮ ঘণ্টার জায়গায় ৬ ঘণ্টা ! রাজ্যের এই কর্মীদের ডিউটির সময় কমিয়ে আনলো নবান্ন
এক পুলিশকর্তা জানান, খাইবার পাখতুনখোয়া (Khyber Pakhtunkhwa) প্রদেশে কমপক্ষে পাঁচটি হামলা হয়েছে। পেশোয়ারের পুলিশপ্রধান কাশেম আলী জানান, সাম্প্রতিক সময়ে পুলিশের ওপর হামলা উল্লেখযোগ্য হারে বেড়ে গিয়েছে। টিটিপি তাদের অভিযানের ঘোষণার দুই দিনের মধ্যে অন্তত ৯টি হামলা চালায়।
আরও পড়ুন : ভোটার কার্ডে Adhaar লিংক সবাইকে আবার করতে হবে ! জানুন কবে থেকে
জানা গিয়েছে, দক্ষিণ ওয়াজিরিস্তানে টহলদার বাহিনীর উপর হামলার পাশাপাশি সোয়াট জেলায় একটি থানায় বিস্ফোরণ ঘটিয়েছে টিটিপিরা। ২০২২ সালের নভেম্বরে পাকিস্তান সরকারের সঙ্গে শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ‘যুদ্ধ’ ঘোষণা করে টিটিপি। তারপর থেকে ধারাবাহিকভাবে লড়াই শুরু হয়েছে।