পাকিস্তানে ফের জঙ্গি নিশানায় জাফর এক্সপ্রেস, শক্তিশালী বিস্ফোরণে লাইনচ্যুত ৬টি বগি

By Bangla News Dunia Dinesh

Published on:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পাকিস্তানের অশান্ত বালুচিস্তান (Balochistan) প্রদেশে ফের জঙ্গি হামলার শিকার হল জাফর এক্সপ্রেস (Jaffar Express)। সিন্ধু-বালুচিস্তান সীমান্ত সংলগ্ন সুলতানকোট (Sultankot) এলাকায় রেললাইনে পাতা শক্তিশালী ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (IED) বিস্ফোরণে কোয়েটাগামী ট্রেনটির অন্তত ছয়টি বগি লাইনচ্যুত হয়েছে। এই ঘটনায় বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে।

মঙ্গলবার এই হামলাটি সংঘটিত হয়। প্রাথমিকভাবে জানা গেছে, রেললাইনে আগে থেকে রাখা IED বিস্ফোরণের ফলেই দুর্ঘটনাটি ঘটে। উদ্ধারকারী দল এবং নিরাপত্তা বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে। সরকারিভাবে এখনও কোনও প্রাণহানির খবর নিশ্চিত করা হয়নি।

বিস্ফোরণের দায় স্বীকার করেছে বালুচ বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বালুচ রিপাবলিকান গার্ডস (Baloch Republic Guards – BRG)। এক বিবৃতিতে তারা দাবি করে, “ট্রেনটিতে এমন সময় আক্রমণ করা হয় যখন পাকিস্তানি সেনাবাহিনীর সদস্যরা তাতে ভ্রমণ করছিলেন। বিস্ফোরণের ফলে একাধিক সৈন্য নিহত ও আহত হয়েছেন এবং ছয়টি বগি লাইনচ্যুত হয়েছে।” বিআরজি আরও ঘোষণা করেছে যে, বালুচিস্তানের স্বাধীনতা নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের এই ধরনের অভিযান চলতে থাকবে।

প্রসঙ্গত, জাফর এক্সপ্রেস, যা কোয়েটা এবং পেশোয়ারের মধ্যে চলাচল করে, সাম্প্রতিক মাসগুলিতে বারবার বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলির হামলার শিকার হয়েছে। চলতি বছরের ১১ মার্চ বোলান এলাকায় এই ট্রেনটি ছিনতাইয়ের শিকার হয়েছিল, যেখানে ২১ জন যাত্রী ও চারজন নিরাপত্তা কর্মী নিহত হন। গত ২৪ সেপ্টেম্বর মাস্তুংয়ের স্পিজেন্দ এলাকায় একই ট্রেনে বোমা হামলায় মহিলা ও শিশুসহ প্রায় এক ডজন মানুষ আহত হন। এছাড়া, অগাস্টের বিভিন্ন সময়ে একাধিক IED বিস্ফোরণে এই ট্রেনটি ক্ষতিগ্রস্ত হয়। অগাস্টের ৪ তারিখ কোলপুরের কাছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বালুচ লিবারেশন আর্মি (BLA) ট্রেনের ইঞ্জিন লক্ষ্য করে গুলি চালায়।

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন