Bangla News Dunia, দীনেশ : ‘পাকিস্তান ও চিনের মধ্যে উচ্চ পর্যায়ের যোগসাজশ আমাদের মেনে নিতে হবে’, একটি সাক্ষাৎকারে এমনই জানালেন সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদি। তিনি দাবি করেছেন, পাকিস্তান চিনা সামরিক সরঞ্জাম ব্যবহার করে।
আরও পড়ুন : জন্ম সার্টিফিকেট অনলাইন আবেদন, চেক ও অনলাইন ডাউনলোড – সম্পূর্ণ পদ্ধতি দেখুন ?
সেনাপ্রধান বলেন, ‘পাকিস্তান ও চিনের মধ্যে যে উচ্চ পর্যায়ের যোগসাজশ রয়েছে, তা আমাদের স্বীকার করতেই হবে। ভার্চুয়াল ক্ষেত্রে, এটি প্রায় ১০০ শতাংশ। আর বাস্তবে পাকিস্তানের বেশিরভাগ সামরিক সরঞ্জামই চিনে তৈরি। দু’দিক থেকেই ভারতের বিরুদ্ধে যুদ্ধের আশঙ্কা রয়েছে।’ একই সঙ্গে তাঁর দাবি, জম্মু ও কাশ্মীরে জঙ্গি সংগঠনে যোগ দেওয়ার প্রবণতা আগের চেয়ে অনেক কমেছে। কাশ্মীরে সন্ত্রাস কমে পর্যটন বৃদ্ধি পেয়েছে। অমরনাথ যাত্রায় পাঁচ লক্ষেরও বেশি মানুষ অংশগ্রহণ করেছে।
আরও পড়ুন : মাধ্যমিক রেজাল্ট 2025 কবে ? কবে উচ্চমাধ্যমিকের রেজাল্ট ? জানিয়ে দিল পর্ষদ
তিনি বলেছেন, ‘ভারতীয় সেনাবাহিনী সন্ত্রাসবাদ মোকাবিলায় উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। ২০১৮ সাল থেকে সন্ত্রাসবাদী হামলা ৮৩ শতাংশ হ্রাস পেয়েছে। জেনারেল দ্বিবেদি বলেছেন, ‘কয়েক বছরে উপত্যকায় মাত্র ৪৫ জন সন্ত্রাসবাদী কর্মকাণ্ডে যুক্ত হয়েছে। গত বছর যে সমস্ত জঙ্গিকে নিষ্ক্রিয় করা হয়েছিল, তাদের প্রায় ৬০ শতাংশ পাকিস্তানি বংশোদ্ভূত।’
আরও পড়ুন : অনলাইনে ইউটিউব থেকে কিভাবে আয় করবেন? রইল স্টেপ বাই স্টেপ গাইড
সেনাপ্রধানের সংযোজন, ‘পাকিস্তান তার চরমপন্থার কারণে ভুগছে এবং নিজেকে আরও গভীর সংকটে ডুবিয়ে দিচ্ছে। পাকিস্তান সন্ত্রাসবাদের কেন্দ্রস্থলে পরিণত হোক, এমনটা আমরা চাই না। আমরা পাকিস্তানে স্থিতিশীলতা চাই।’
আরও পড়ুন : সুগার নিয়ন্ত্রণে রাখতে চান তাহলে ব্রেকফাস্টে রাখুন এই খাদ্য তালিকা