পাকিস্তান-বাংলাদেশের মধ্যে ভিসা-মুক্ত প্রবেশাধিকার’ ইস্যু ! উদ্বেগ বাড়াছে ভারতের

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : দীর্ঘ সময়ের শীতল সম্পর্কের বরফ গলিয়ে নতুন কূটনৈতিক সম্পর্কের সূচনা করেছে বাংলাদেশ ও পাকিস্তান। সম্প্রতি তারা যৌথভাবে সিদ্ধান্ত নিয়েছে যে, এখন থেকে এই দুই দেশের কূটনৈতিক এবং অফিসিয়াল পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই একে অপরের দেশে প্রবেশ করতে পারবেন। বুধবার ঢাকায় একটি উচ্চপর্যায়ের বৈঠকের পর এই ঘোষণা করা হয়েছে। পুরো বিষয়টি নয়াদিল্লির কড়া নজরদারিতে রয়েছে।

আরও পড়ুন : কীভাবে ডাউনলোড করবেন ২০০২ সালের ভোটার তালিকা ? দেখে নিন

সূত্রের খবর, পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি এবং বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রকের দায়িত্বপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীর মধ্যে আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। জানা গিয়েছে, এদিন উভয় পক্ষ অভ্যন্তরীণ নিরাপত্তা, পুলিশ প্রশিক্ষণ, মাদকবিরোধী অভিযান, মানব পাচার প্রতিরোধ এবং সন্ত্রাসবাদ দমনে বৃহত্তর সহযোগিতার বিষয়েও আলোচনা করেছে।জাহাঙ্গীর আলম চৌধুরী এই সফরকে ‘দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়ানোর ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ’ বলে অভিহিত করেছেন। তিনি বাংলাদেশি পুলিশ কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়ার ক্ষেত্রে পাকিস্তানের দেওয়া প্রস্তাবের জন্য নকভিকে ধন্যবাদও জানিয়েছেন। এই নতুন সম্পর্ককে প্রাতিষ্ঠানিক রূপ দিতে পাকিস্তান তাদের স্বরাষ্ট্র সচিব খুররাম আগার নেতৃত্বে একটি যৌথ কমিটি গঠন করেছে। আশা করা হচ্ছে, একটি উচ্চ-পর্যায়ের বাংলাদেশি প্রতিনিধি দল শীঘ্রই ইসলামাবাদ সফর করবে।

এই কূটনৈতিক পদক্ষেপ বাংলাদেশ-পাকিস্তান সম্পর্কের একটি নতুন অধ্যায় সূচনা করছে বটে, তবে এই বিষয়টি কিছুটা হলেও উদ্বেগ বাড়িয়েছে ভারতের। নয়াদিল্লির নিরাপত্তা বিশ্লেষকরা আশঙ্কা প্রকাশ করেছেন যে, এই নতুন ব্যবস্থায় অফিসিয়াল সফরের আড়ালে ঢাকায় পাকিস্তানের ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (ISI)-এর প্রবেশাধিকার বেড়ে যেতে পারে। কর্মকর্তারা এটাও অনুমান করছেন যে, এটি বাংলাদেশে ভারত-বিরোধী ইসলামী চরমপন্থী কার্যকলাপের পুনরুত্থানের কারণ হতে পারে, যার ফলে ভারতের উত্তর-পূর্ব রাজ্যগুলিতেও এর প্রভাব ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে।

আরও পড়ুন : ৮ আগস্টের পর ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে ! চালু রাখতে এই কাজ করুন

আরও পড়ুন : হার্টের  সমস্যার ক্ষেত্রে সেরা হোমিওপ্যাথি চিকিৎসা !

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন