পাকিস্তান সফরে যাচ্ছেন না মার্কিন প্রেসিডেন্ট, বিবৃতি দিয়ে জানাল হোয়াইট হাউস

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : ফের মুখে চুনকালি লাগল পাকিস্তানের ! বৃহস্পতিবার পাকিস্তানের দুটি সংবাদমাধ্যমের তরফে দাবি করা হয় যে, সেপ্টেম্বরে পাকিস্তান সফরে আসবেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু পাকিস্তান মিডিয়ার এমন দাবি উড়িয়ে দেয় হোয়াইট হাউস। হোয়াইট হাউসের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, এখনই পাকিস্তান সফরের কোনও পরিকল্পনা নেই আমেরিকার প্রেসিডেন্টের। এই প্রসঙ্গে ইসলামাবাদের মার্কিন দূতাবাস জানিয়েছে, ট্রাম্পের পাকিস্তান সফর নিয়ে কিছু বলার নেই তাদের। একই মন্তব্য পাকিস্তানের বিদেশমন্ত্রকের মুখপাত্র শফাকত আলি খানেরও।

আরও পড়ুন : টাকা না থাকলেও চালানো যাবে অ্যাকাউন্ট ! ব্যাংক গুলির তরফে বিরাট সুখবর

স্বাভাবিক ভাবেই তথ্য যাচাই না করে ভুল সংবাদ প্রচারের জন্য বিব্রত হতে হয় ওই সংবাদমাধ্যমগুলিকে। যদিও পরবর্তীতে এমন ঘটনার জন্য ক্ষমা চেয়ে নিয়েছে পাকিস্তানের ওই সংবাদমাধ্যম দুটি। খবরটি প্রত্যাহারও করে নেওয়া হয়েছে। ক্ষমা চেয়ে নিয়ে ওই সংবাদমাধ্যমগুলি স্বীকার করে নেয় যে, বিদেশ মন্ত্রকের থেকে নিশ্চিত না হয়েই এমন খবর প্রকাশ করেছিল তারা।  পরবর্তীতে পাক বিদেশ মন্ত্রকের তরফেও জানান হয়েছে, আপাতত ট্রাম্পের পাকিস্তান সফরের কোনও পরিকল্পনা নেই।

আরও পড়ুন : NEET UG 2025-র কাউন্সেলিং কবে ? জানুন সম্ভাব্য দিনক্ষণ, বিজ্ঞপ্তি এমসিসি-র

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন