Bangla News Dunia, Pallab : সার্জিক্যাল স্ট্রাইক নয়, উচিত শিক্ষা দিতে হবে পাকিস্তানকে। এবার সরাসরি পাক অধিগৃহীত কাশ্মীর দখলের ডাক দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পহেলগাঁও হত্যাকাণ্ড নিয়ে রবিবার এক্স হ্যান্ডেলে পোস্ট করে কেন্দ্রকে একহাত নিয়ে এমনই মন্তব্য করেছেন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড। তাঁর বক্তব্য, পহেলগাঁওয়ের ঘটনায় নিজেদের গাফিলতি ঢাকতে ‘ন্যারেটিভ’ ছড়িয়ে দেওয়া হচ্ছে।
আরও পড়ুন : জানুন প্রবল গরমে সান স্ট্রোক প্রতিরোধে করণীয় ?
রবিবার এক্স হ্যান্ডেলে অভিষেক লিখেছেন, ‘পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনার পর থেকেই সংবাদমাধ্যমে দেখছি নিজেদের গাফিলতি ঢাকতে কেন্দ্র সঠিক তদন্তের বদলে একটি ন্যারেটিভ ছড়িয়ে দেওয়া হচ্ছে শুধুমাত্র বিশেষ একটি রাজনৈতিক দলকে সুবিধা পাইয়ে দিতে।’ তিনি আরও লিখেছেন, ‘এটা আর শুধু সার্জিক্যাল স্ট্রাইক বা প্রতীকী পদক্ষেপের সময় নয়। পাকিস্তান যে ভাষা বোঝে, এটা সেই ভাষায় জবাব দেওয়ার সময়। সার্জিক্যাল স্ট্রাইক নয়, পাক অধিকৃত কাশ্মীর দখল করা হোক।’
আরও পড়ুন : ভারত VS পাকিস্তান, স্থল-জল-আকাশে কার কত ক্ষমতা ? বিস্তারিত জেনে নিন
আরও পড়ুন : অস্ত্রোপচার নাকি হোমিওপ্যাথি ? জানুন কোন পথে টিউমার থেকে স্থায়ী সমাধান