Bangla News Dunia, দীনেশ : নিষেধাজ্ঞা জারি হতে পারে আফগানিস্তান ও পাকিস্তানের নাগরিকদের মার্কিন মুলুক ভ্রমনের বিষয়ে! সূত্রের খবর, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী সপ্তাহেই এই ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপের ব্যাপারটি ঘোষণা করতে চলেছে।
জানা গিয়েছে, এই তালিকায় আরও কয়েকটি দেশের নাম রয়েছে। প্রসঙ্গত, ট্রাম্প প্রথম যেবার প্রেসিডেন্টের দায়িত্ব সামলেছিলেন, সেইসময় মুসলিম অধ্যুষিত ৭ টি দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছিলেন তিনি। ২০১৮ সালে সেই দেশের সুপ্রিম কোর্টও ট্রাম্পের এই নীতিতে সায় দিয়েছিল।
আরও পড়ুন : অনলাইনে ইউটিউব থেকে কিভাবে আয় করবেন? রইল স্টেপ বাই স্টেপ গাইড
যদিও ২০২১ সালে জো বাইডেন ক্ষমতায় আসার পর ওই ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছিলেন। এই নিষেধাজ্ঞার চূড়ান্ত নিন্দাও করেছিলেন তিনি। কিন্তু ট্রাম্প পুনরায় ক্ষমতায় আসার পর গত ২০ জানুয়ারি একটি নির্বাহী আদেশ জারি করেন। যেখানে বলা রয়েছে, বিদেশ থেকে যারা আমেরিকায় আসতে চাইছে তাঁদের অতীত খুব ভালোভাবে যাচাই করা বাধ্যতামূলক। মার্কিন মুলুকের নিরাপত্তার খাতিরেই তাঁর এমন সিদ্ধান্ত বলে জানিয়েছেন তিনি।
আরও পড়ুন : এই আবহাওয়ায় কেন খাবেন ডাঁটা ? জানুন বিস্তারিত
এই নির্বাহী আদেশ অনুসারে মন্ত্রীসভার বেশ কয়েকজন সদস্যকে ১২ মার্চের মধ্যে সেইসব দেশের নামের একটি তালিকা তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে, যেসব দেশের ওপর আংশিক বা পূর্ণ ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হবে। সূত্রের খবর, যেসব দেশের ওপর পুর্ণ নিষেধাজ্ঞা জারি করা হবে, সেই তালিকায় রয়েছে আফগানিস্তান ও পাকিস্তানের নাম। যদিও ট্রাম্প প্রশাসনের কোনও কর্মকর্তা এই ব্যাপারে কোনও মন্তব্য করেননি।
আরও পড়ুন : সুগার নিয়ন্ত্রণে রাখতে চান তাহলে ব্রেকফাস্টে রাখুন এই খাদ্য তালিকা
আরও পড়ুন : জন্ম সার্টিফিকেট অনলাইন আবেদন, চেক ও অনলাইন ডাউনলোড – সম্পূর্ণ পদ্ধতি দেখুন ?