পাখির চোখ বিধানসভা নির্বাচন, তৃণমূলের মেগা বৈঠক

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- আগামী বছরের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে ঘুঁটি সাজাতে শুরু করেছে শাসকদল তৃণমূল কংগ্রেস ৷ 2026 সালের বিধানসভা ভোটে দলের সাংগঠনিক প্রস্তুতি এবং উন্নয়ন প্রকল্পের প্রচার কৌশল নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করতে বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এই উদ্দেশে আগামী 27 ফেব্রুয়ারি, বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সর্বস্তরের নেতাদের নিয়ে একটি মেগা সাংগঠনিক বৈঠকের আয়োজন করা হয়েছে ৷

বৈঠকে কারা থাকবেন ?

দলীয় সূত্রে খবর, এই বৈঠকে প্রধান বক্তা তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ থাকবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, রাজ্য সভাপতি সুব্রত বক্সি-সহ শীর্ষ নেতৃত্ব ৷ উপস্থিত থাকবেন সব সাংসদ, বিধায়ক, জেলা পরিষদের সভাধিপতি, ব্লক ও জেলা সভাপতি-সহ বিভিন্ন শাখা সংগঠনের প্রধানরা ৷ ইতিমধ্যেই তাঁদের আমন্ত্রণ জানানো হয়েছে ৷ তৃণমূল সূত্রে খবর, এই মেগা বৈঠকে দলের সাংগঠনিক রদবদল এবং আসন্ন নির্বাচনের রণকৌশল নিয়ে আলোচনা হতে পারে ৷

মূল এজেন্ডা

তৃণমূলের এক বর্ষীয়ান নেতা জানান, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এই বৈঠকে মূলত তিনটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবেন—

1. বাজেট বাস্তবায়ন ও প্রচার কৌশল: রাজ্য সরকারের সদ্য পেশ হওয়া পূর্ণাঙ্গ বাজেট কীভাবে বাস্তবায়িত হবে এবং জনগণের কাছে উন্নয়ন প্রকল্পগুলির প্রচার কীভাবে করা হবে, তা নিয়ে স্পষ্ট দিকনির্দেশ দেওয়া হবে ৷

2. সাংগঠনিক পরিবর্তন: নির্বাচনের আগে দলের শক্তি বৃদ্ধি করতে কিছু রদবদল করা হতে পারে ৷ ইতিমধ্যে তৃণমূলের শিক্ষক সংগঠন ও অধ্যাপক সংগঠনে পরিবর্তন আনা হয়েছে ৷ এবার পুরসভার বিভিন্ন পদেও পরিবর্তনের সম্ভাবনা রয়েছে ৷

3. 2026 বিধানসভা নির্বাচনের রণকৌশল: নির্বাচনী প্রচারের ধরন, রাজনৈতিক বার্তা, জনসংযোগ এবং বিরোধীদের মোকাবিলা করার কৌশল নিয়ে দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বিস্তারিত আলোচনা হবে ৷

আরও পড়ুন:- হঠাৎ আলোয়, তারপর অন্ধকারে… কিভাবে দিন কাটছে এই ‘Viral তারকা’দের, জানুন

27 ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোরের বৈঠক ও ভবিষ্যৎ পরিকল্পনা

বছর ঘুরলেই গুরুত্বপূর্ণ বিধানসভা নির্বাচন ৷ রাজনৈতিক মহলের একাংশের মতে, শাসকদল তৃণমূল কংগ্রেস এই লড়াইয়ে ফেভারিট হোক না কেন, তারা ভালোভাবে জানে আসন্ন বিধানসভা ভোট আদৌ সহজ হবে না ৷ আর সেই জায়গা থেকে 27 ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোরে মেগা বৈঠকের বাড়তি গুরুত্ব রয়েছে ৷ দলের জন্য নির্বাচনের আগে গুরুত্বপূর্ণ ঘর গোছানোর কাজটা করতে হবে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ৷

নির্বাচনের আগে অন্তর্দ্বন্দ্ব সরিয়ে দলকে জনসংযোগমুখী করাও একটা বড় চ্যালেঞ্জ তৃণমূলের জন্য ৷ আর সেই জায়গা থেকে নেতাজি ইন্ডোরের এই বৈঠকে দলনেত্রী কী বলেন, সেদিকে সকলেই তাকিয়ে রয়েছে ৷ মেগা বৈঠকের আগে আগামিকাল, সোমবার বিকেলে তৃণমূল ভবনে একটি প্রস্তুতি বৈঠকও ডাকা হয়েছে ৷ এই বৈঠক থেকে বিভিন্ন নেতাদের দায়িত্ব বুঝিয়ে দেবেন সুব্রত বক্সি ৷

রাজনৈতিক মহলের একাংশের মতে, আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তৃণমূল এখন থেকেই সংগঠনের ভিত মজবুত করতে চাইছে ৷ অন্যদিকে, বিজেপি ও সিপিএমও তাদের সাংগঠনিক শক্তি বাড়াতে তৎপর ৷ তাই এই বৈঠক ও সম্মেলন থেকে তৃণমূল কী বার্তা দেয়, এবং পরবর্তী পদক্ষেপ কী করে, সেদিকে নজর রাখছে রাজনৈতিক বিশ্লেষকরা ৷

নজরে থাকবে দলনেত্রীর বার্তা

দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলের নেতা-কর্মীদের কী বার্তা দেন এবং সংগঠনকে আরও শক্তিশালী করতে কী কী সিদ্ধান্ত নেওয়া হয় ৷ মার্চের প্রথম সপ্তাহেই কিছু গুরুত্বপূর্ণ রদবদল ঘোষণা হতে পারে বলে সূত্রের খবর ৷ সব মিলিয়ে, একবছর আগে থাকতেই তৃণমূল ভোটের ময়দানে নামার প্রস্তুতি শুরু করেছে ৷

আরও পড়ুন:- উচ্চমাধ্যমিক ভূগোল পরীক্ষা 100% Common পাওয়ার টিপস! রইলো বিস্তারিত

আরও পড়ুন:- মেদিনীপুরের বর, বাংলাদেশি কনে, জানুন কিভাবে পরিণতি পেল প্রেম

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন