Bangla News Dunia, Pallab : আমেরিকাবাসীর ভোটে মাত্র তিনমাস আগেই দ্বিতীয়বার প্রেসিডেন্টের কুর্সিতে বসেছেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। কিন্তু এর মধ্যেই বদলে গেল সেই চিত্র। উলটে এবার আমেরিকার (US) রাজপথে নেমে এসে ট্রাম্পের বিরুদ্ধেই বিক্ষোভ (Protest) দেখালেন সাধারণ মানুষ।
শনিবার সকাল থেকেই ভিড় উপচে পড়েছিল নিউ ইয়র্ক, ওয়াশিংটন, লস অ্যাঞ্জেলস, হিউস্টনের রাস্তায়। প্ল্যাকার্ড হাতে রাস্তায় নেমে এসে ট্রাম্পের বিরুদ্ধে স্লোগান দিচ্ছিলেন সকলে। আমেরিকার প্রায় ১২০০ এলাকায় শনিবার প্রতিবাদ দেখানো হয়েছে। ট্রাম্প হোয়াইট হাউসে ফিরে আসার পর এটিই এখনও পর্যন্ত আমেরিকায় সবচেয়ে বড় বিক্ষোভ। বিক্ষোভকারীদের একজন বলেন, ‘ট্রাম্প একজন উন্মাদ। একটি সাংবিধানিক সংকট তৈরি করেছেন তিনি।’
আরও পড়ুন : কোন রাশির জন্য কোন রঙ পরা শুভ? জেনে নিন
মূলত ক্ষমতায় আসার পর থেকেই নানা বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প। অভিবাসীদের ফেরত পাঠানো, নাগরিকত্বের নয়া নিয়ম, শুল্কনীতি, প্রশাসনিক ক্ষেত্রে গণহারে কর্মী ছাঁটাই সহ নানা সিদ্ধান্ত নিয়েছেন। আর এসবের জেরে তাঁর বিরুদ্ধে ক্ষোভ সৃষ্টি হয়েছে আমেরিকাজুড়ে। ওয়াশিংটনে ট্রাম্প-বিরোধী মিছিলে যোগ দেওয়া এক বিক্ষোভকারী বলেন, ‘এই প্রশাসনের জন্য আমরা বিশ্বজুড়ে আমাদের বন্ধুদের হারাতে বাধ্য হচ্ছি। দেশের মানুষের উপর ধ্বংসযজ্ঞ চালানো হচ্ছে।’ কলোরাডোতেও এক বিক্ষোভকারী বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য কোনও রাজার দরকার নেই।’ বোস্টনে এক বিক্ষোভকারী বলেন, ‘সত্যি বলতে, ফ্যাসিবাদ বন্ধ করতে আমরা এখানে এসেছি।’ আরও একজন বলেন, ‘অর্থনীতি নিয়ে ট্রাম্প পাগলামি করছেন। গোটা পৃথিবীকে উনি মন্দার দিকে ঠেলে দিচ্ছেন।’ হোয়াইট হাউস থেকে মাত্র কিছুটা দূরেই ন্যাশনাল মলে হাজার হাজার মানুষের জমায়েত হয়েছিল শনিবার। তাতে প্রায় ২০ হাজার মানুষ উপস্থিতি থাকলেও বিকেল গড়াতেই সেই সংখ্যাটা আরও বেড়েছে বলে মনে করা হচ্ছে।
তবে, আমেরিকায় সাধারণ মানুষের বিক্ষোভের ফলে ট্রাম্পের ওপর যে চাপ বাড়ছে, তা স্পষ্ট। কিন্তু তা সত্ত্বেও এই বিক্ষোভকে খুব একটা গুরুত্ব দিতে চাইছে না ট্রাম প্রশাসন। হোয়াইট হাউসের তরফে বিবৃতি দিয়ে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, ‘আমাদের নীতি কখনও পরিবর্তন হবে না।’