Bangla News Dunia , জ্যোতিষ ভারতী শ্রী নীলাদ্রি মিশ্র :- বাড়িতে বাস্তুদোষ থাকলে তা নানান জটিলতার সৃষ্টি করতে পারে। বাস্তু দোষের কারণেই মানুষ তার প্রিয় বাড়ি ছেড়ে অন্য বাড়ি কিনতে বাধ্য হয়। কারণ বাড়িতে বাস্তু দোষ থাকলে নানান সমস্যা দেখা দেয়। এমনকি বাড়িতে বাস্তুদোষ থাকলে আর্থিক ক্ষতির কারণ হতে পারে। তেমনই নানান শারীরিক জটিলতার কারণ হতে পারে বাড়ির বাস্তুদোষ। তেমনই পারিবারিক অশান্তি থেকে শুরু করে ব্যবসায় ক্ষতির কারণও হতে পারে এই বাস্তুদোষ। তাই বাস্তুদোষ থাকলে ওই পরিবারের মানুষদের নানান সমস্যার মুখে পড়তে হতে পারে। তবে আজ রইল বিশেষ টিপস। বাস্তুদোষ দূর করতে শিবরাত্রিতে এই টোটকা পালন করুন, যার ফলে দ্রুত মিলবে উপকার। তবে জেনে নিন কী করবেন।
আরো পড়ুন :- জানুন কোন সঙ্কেত বলে দেবে আপনার ঘরে মা লক্ষ্মীর কৃপা আছে কিনা ?
বাড়িতে বাস্তুদোষ থাকলে তা থেকে মুক্তি পেতে মহাশিবরাত্রির দিনে বাড়ির পূর্ব অথবা উত্তর পশ্চিক দিকে বেল গাছ রোপণ করুন। শিবরাত্রি-র দিন বেল গাছ রোপন করা শুভ মনে করা হয়। তবে বেল গাছ রোপন সম্ভব না হলে, আপনি মহাশিবরাত্রির দিন সন্ধ্যায় অন্য এক টোটকা পালন করতে পারেন। এই দিন সন্ধ্যায় বেল গাছের তলায় ঘিয়ের প্রদীপ জ্বালান। এর প্রভাবে বাস্তুদোষ দূর হবে।
তবে ভগবান শিবের সঙ্গে বেলপাতার এক বিশেষ সম্পর্ক রয়েছে। এই বিশেষ দিনে বেলপাতার এই টোটকা পালন করুন। এই দিন বেল গাছ রোপণ করতে পারেন কিংবা বেল গাছের তলায় ঘিয়ের প্রদীপ জ্বালান। এতে মিলবে উপকার। তেমনই এই দিন বাড়ির উত্তর পূর্ব দিকে রুদ্রাভিষেক করতে পারেন। এতে মিলবে উপকার।
আরো পড়ুন :- এই মহাশিবরাত্রিতে কালসর্প দোষ থেকে মুক্তি পান এই সহজ প্রতিকারের মাধ্যমে
রাত পোহালেই শিবরাত্রি। গোটা দেশজুড়ে জাঁকজমক পূর্ণ ভাবে পালিত হয় মহাশিবরাত্রি। পঞ্জিকা অনুসারে, এবছর শিবরাত্রি পড়ছে ১৮ ফেব্রুয়ারি। ১৮ ফেব্রুয়ারি ৮টা ২ মিনিট থেকে শুরু হচ্ছে তিথি। তেমনই ১৯ ফেব্রুয়ারি ৪টে ১৮ মিনিট পর্যন্ত থাকবে তিথি। প্রথম প্রহরের পুজো হবে ১৮ ফেব্রুয়ারি বিকেল ৫টা ৩৫ মিনিট থেকে রাত ৮টা ৪২ মিনিট। দ্বিতীয় প্রহরের পুজো ১৮ ফেব্রুয়ারি রাত ৮টা ৪২ মিনিট থেকে রাত ১১টা ৫০ মিনিট পর্যন্ত। তৃতীয় প্রহরের পুজো ১৮ ফেব্রুয়ারি রাত ১১টা ৫০ মিনিট থেকে ১৯ ফেব্রুয়ারি রাত ২টো ৫২ মিনিট পর্যন্ত। চতুর্থ প্রহরের পুজো ১৯ ফেব্রুয়ারি রাত ২টো ৫৮ মিনিট থেকে ভোর ৬টা ০৬ মিনিট পর্যন্ত। ব্রতভঙ্গের সময়, ১৯ ফেব্রুয়ারি সকাল ৬টা ০৬ মিনিট থেকে দুপুর ২টো ৪৩ মিনিট পর্যন্ত। এই সময় আপনি ব্রত করে থাকলে ব্রত ভাঙবেন।
আরো পড়ুন :- ৩০ বছর পর শিবরাত্রিতে দুর্লভ যোগ ! জানুন অর্থ থেকে প্রেমে জোয়ার আসবে কোন কোন রাশির ?
আরো পড়ুন :- জ্যোতিষ শাস্ত্র মতে, বাস্তু দোষ দূর করতে এই টোটকা গুলি পালন করুন
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
————————————————————————
জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র
বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।
চেম্বার – কোলকাতা , ব্যারাকপুর , খড়গপুর , হলদিয়া , মহিষাদল , ডেবরা , মেদিনীপুর
ফোন – 7384311482 , 7908533644 , 9933929211 , 6291733349 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)