পার্ট টাইমে অতিরিক্ত অর্থ উপার্জনের কিছু উপায় জেনেনিন

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, অজয় দাস :- সকলেই অর্থ উপার্জন করতে চান , অনেকে আবার চাকরির পাশাপাশি কিছু অতিরিক্ত অর্থ উপার্জন করতে চান। অনেকে ভাবেন বাড়িতে বসে এমন কাজ করে যদি অর্থ উপার্জন করা যেতো তবে ভালোই হতো। বাড়তি অর্থ উপার্জনের জন্য নিচের পার্ট টাইম কাজ গুলো খুব সহজেই আপনি করতে পারেন।

১. ভিডিও তৈরি :- বর্তমানে প্রতিনিয়ত মানুষ প্রচুর পরিমানে ভিডিও দেখেন তার মোবাইলে বা কম্পিউটারে। আপনি যদি কোনো বিষয়ে জ্ঞান রাখেন তবে সেই বিষয়টি আপনি ভিডিওর মাধ্যমে লোককে শিখতে পারেন। আপনার এই ভিডিও সারা বিশ্বে ছড়িয়ে যেতে পারে।

এছাড়াও বিভিন্ন প্রকার ভিডিও বানাতে পারেন।  যেমন আপনার এলাকার কিছু ভিডিও বানিয়ে ফেলতে পারেন বা মানুষ যেখানে যেতে চায় কিন্তু যেতে পারে না সেই এলাকার ভিডিও বানাতে পারেন। এই সকল ভিডিও Youtube ও Facebook – এ আপলোড করতে পারেন। যার থেকে প্রতিমাসে একটি সঠিক পরিমান রেভিনিউ আপনি পাবেন।

২. ফোটোগ্রাফি :-  বর্তমান সময়ে প্রচুর মানুষের কাছে DSLR ক্যামেরা আছে। আর প্রচুর মানুষ এই ক্যামেরা দিয়ে জন্মদিন ও বিয়ে বাড়ির ফটো ও ভিডিও করে থাকেন। এছাড়াও আরো অন্যান্য উপায়ে আপনি অর্থ উপার্জন করতে পারেন।

আপনি বিভিন্ন সুন্দর সুন্দর ভিডিও বানিয়ে তা দিয়ে ভিডিও ব্লগ তৈরি করতে পারেন। এছাড়াও বিভিন্ন সুন্দর ফটো তুলে তা বিক্রি করতে পারেন। ফটো বিক্রির একটি ওয়েবসাইট হলো – shutterstock.com

3. সুপার শপ :- বর্তমানে শপিং মলের মতো বিভিন্ন এলাকায় সুপার শপ তৈরি হচ্ছে। যেখানে আপনার নিত্য প্রয়োজনীয় জিনিষ পাওয়া যায়। আর এই সুপার শপে কাজের জন্য প্রচুর তরুণ তরুণী লাগে। এই সকল সুপার শপে সন্ধের সময় কিছু পার্ট টাইমে কাজের জন্য তরুণ তরুণী নিয়ে থাকেন , কারণ এই সময়টা ক্রেতার ভিড় বাড়ে।

এই সকল সুপার শপে কাজ পেতে পারেন। তার জন্য আপনার এলাকায় খোঁজ নিন। এই সকল সুপার শপে দু – রকম কাজের জন্য লোক নেওয়া হয় – ১. সেখানকার পণ্য গুছিয়ে রাখার জন্য ২. ক্রেতাদের সরাসরি সেবা প্রদান করার জন্য।

 

৪. ইভেন্ট ম্যানেজমেন্ট :- বিভিন্ন বড় বড় কোম্পানি তাদের পণ্য বা সেবা প্রোমোশনের জন্য বিভিন্ন সময় ইভেন্ট আয়োজন করে থাকেন আর এই ইভেন্ট আয়োজন করার জন্য কোম্পানি চুক্তি ভিত্তিতে বিভিন্ন তরুণ ও তরুণী নিয়োগ করে থাকে। যেখানে আপনি কাজ করে পার্ট টাইমে অর্থ উপার্জন করতে পারেন।

৫. ওয়েব ডেভেলপমেন্ট :- ইন্টারনেটের উপর আপনার জ্ঞান থাকলে ও ওয়েবসাইট তৈরি করতে পারলে আপনি বাড়িতে বসে ভালো অর্থ উপার্জন করতে পারেন। এর জন্য বিভিন্ন ফ্রিল্যান্স ওয়েবসাইটের মাধ্যমে আপনি আপনার ক্লাইন্ট পেয়ে যাবেন।

Highlights:- 

১. পার্ট টাইমে কাজ করেও প্রচুর অর্থ উপার্জন করতে পারেন। 

২. পার্ট টাইম এর কিছু কাজ ১. ভিডিও তৈরি , ২. ইভেন্ট ম্যানেজমেন্ট ৩. ফোটোগ্রাফি ৪. সুপার শপ ৫. ওয়েব ডেভেলপমেন্ট। 

#banglanews #business #parttimejob #banglanewsdunia

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন