Bangla News Dunia, দীনেশ : আইনসভা থেকে পাশ হওয়া বিল অনন্তকাল ধরে আটকে রাখতে পারবেন না রাষ্ট্রপতি দ্রোপদী মুর্মু, শনিবার সাফ নির্দেশ দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। আগামী ৩ মাসের মধ্যে বিল নিয়ে মতামত জানাতে হবে রাষ্ট্রপতিকে। যদি তিনি মতামত জানাতে পারেন, তাহলে উপযুক্ত কারণ দেখিয়ে ফাইল জমা দিতে হবে। সঙ্গে রাষ্ট্রপতি ভবন রাজ্য সরকারকে কারণ জানাতে বাধ্য থাকবেন।
আরও পড়ুন:- ব্রেক আপের প্রতিশোধ নিতে প্রেমিকার বাড়িতে ৩০০টি পার্সেল পাঠাল যুবক; কি ছিল পার্সেলে ?
যেই রাজ্যগুলিতে বিজেপি সরকার নেই সেখানে রাজ্যপালের সঙ্গে রাজ্যের সংঘাত নতুন কিছু নয়। তামিলনাডুর ক্ষেত্রেও একই নীতি নেন রাজ্যপাল আর এন রবি। সে রাজ্যের বিধানসভায় পাশ হওয়ার পর ১০টি বিলে সাক্ষর করেননি রাজ্যপাল। রাজ্যপালের এই অসহযোগিতার বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় তামিলনাডু সরকার। সেই মামলার শুনানি হয় বিচারপতি জেবি পাদ্রিওয়াল ও বিচারপতি আর মহাদেবনের বেঞ্চে। এদিন তাঁরা স্পষ্ট জানান, ‘পাশ হয়ে যাওয়া বিল এভাবে ফেলে রাখতে পারেন না রাজ্যপাল।’
সংবিধানের নিয়ম অনুসারে, কোনও রাজ্যের রাজ্যপাল বিল আটকে রাখেন, তবে রাষ্ট্রপতি ওই বিলের জন্য ইতিবাচক বা নেতিবাচক পদক্ষেপ নিতে পারেন। সেই সিদ্ধান্ত নেওয়ার জন্য ওই বিল নিয়ে ইতিবাচক বা নেতিবাচক প্রতিক্রিয়া দিতে পারেন রাষ্ট্রপতি (Droupadi Murmu,President of India)। কিন্তু তার জন্য নির্দিষ্ট সময়সীমা বেধে দেওয়া নেই। এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্ট জানিয়েছে, ‘রাজ্যপালের থেকে আসা বিলে তিনমাসের মধ্যে মতামত জানিয়ে দিতে হবে রাষ্ট্রপতিকে। যদি তিনমাসের মধ্যে তা সম্ভব না হয়, তাহলে দেরি হওয়ার যথাযথ কারণ জানাতে হবে সংশ্লিষ্ট রাজ্যকে।’
আরও পড়ুন:- 111 বছর ধরে দায়ের হয়নি কোনও মামলা ! জানুন দেশের শান্তিপূর্ণ গ্রামটি কোথায় ?