Bangla News Dunia, দীনেশ :- সুপ্রিম কোর্টের কলমের খোঁচায় এসএসসি নিয়োগ দুর্নীতিতে চাকরি গিয়েছে প্রায় ২৬ হাজার শিক্ষক-অশিক্ষক কর্মচারীর। সেই চাকরিহারাদের ভবিষ্যৎ নিয়ে রূপরেখা তৈরি করতে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকের আগেই তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে স্টেডিয়াম চত্ত্বরে। এদিন চাকরিহারাদের একাংশ স্টেডিয়ামে ঢুকতে চাইলে পাস না থাকায় তাদের বাধা দেয় পুলিশ। এর পর বিক্ষোভে ফেটে পড়েন ওই চাকরিহারারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে আসেন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে যোগদানের পাস বিক্রি হয়েছে বলেও অভিযোগ তুলেছেন চাকরিহারাদের একাংশ।
আরও পড়ুন:- ডকুমেন্ট আপনার, সিমকার্ড তুলেছে অন্য কেউ। কী ভাবে বুঝবেন? জেনে নিন
নেতাজি ইনডোর স্টেডিয়ামের বৈঠকে যোগদান করতে রবিবার থেকে শহিদ মিনার ময়দানে অবস্থান করছিলেন চাকরিহারারা। রবিবার গোটা দিন ধরে চলে পাস বিতরণ। অভিযোগ, পাসের দাবিতে রাতে তাদের ওপর হামলা চালায় কিছু যুবক। সকালে পরিস্থিতি আরও বেলাগাম হয়ে যায়। নেতাজি ইনডোর স্টেডিয়ামে ঢোকার চেষ্টা করেন পাস না থাকা কয়েকজন। তাদের বাধা দেয় পুলিশ। পাস যারা বিতরণ করেছেন তাদের দাবি, এসএসসির ওয়েবসাইটে প্রকাশিত ওএমআর শিট দেখে পাস বিতরণ করা হয়েছে। যাদের কাছে পাস নেই তারা অযোগ্য। ওদিকে সেই অভিযোগ মানতে রাজি নন ওই যুবকেরা। বিক্ষোভকারীদের একাংশের দাবি, তারা একাদশ-দ্বাদশের শিক্ষক ছিলেন। একাদশ-দ্বাদশের নিয়োগ প্রক্রিয়ার কোনও ওএমআর কোনও দিন এসএসসি প্রকাশ করেনি।
আরও পড়ুন:- ভারতীয় সিনেমার গল্প নিয়ে তৈরি হয়েছে একাধিক হলিউড ছবি! বিস্তারিত জেনে নিন
মুখ্যমন্ত্রীর বৈঠকে নেতাজি ইন্ডোরে ঢোকার জন্য পাস কে বিতরণ করল তা নিয়ে প্রশ্ন উঠেছে। পাস না পাওয়া এক বিক্ষোভকারী এই প্রশ্ন করলে তার সঠিক জবাব দিতে পারেননি ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়। ওদিকে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে যোগদানের পাস বিক্রি হয়েছে বলেও অভিযোগ করেছেন বিক্ষোভকারীদের একাংশ।
আরও পড়ুন:- টার্গেট পূরণে ব্যর্থ হওয়ায় কর্মচারীকে কুকুরের মতো হাঁটানো হল, কোথায় ঘটলো এমন ঘটনা ?