পিএম কিষান ২০তম কিস্তির টাকা পেতে কৃষক বন্ধুদের নতুন নিয়ম মানতে হবে, কি করতে হবে দেখুন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

 

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- পিএম কিষান সম্মান নিধি যোজনা প্রকল্প সম্পর্কে আমরা সকলেই জানি যে এই প্রকল্পের মাধ্যমে প্রত্যেক বছর দেশের কোটি কোটি কৃষক বন্ধুদের আর্থিক সাহায্য প্রদান করা হয়ে থাকে যার ফলে অনেকটাই সুবিধা হয়েছে সকলের। দেশের মানুষদের মুখে অন্ন তুলে দেওয়ার জন্য সকল চাষি ভাইরা দিন রাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন কিন্তু খরা বা বন্যার সময়ে এনাদের অনেক ক্ষতি হয় (Indian Farmers).

পিএম কিষান ২০ তম কিস্তির টাকা কবে ঢুকবে?

২০১৯ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই স্কিম শুরু করেছিলেন এবং বছরের কৃষকদের ৬০০০ টাকা দেওয়া হয় আর ইতি মধ্যেই সকল কৃষকেরা ১৯ তম কিস্তির টাকা পেয়ে গেছেন এবং এখন অনেকেই আছেন যারা ২০ তম কিস্তির জন্য অপেক্ষা করে আছেন। কিন্তু এই টাকা পেতে গেলে কিছু নিয়ম মানতে হবে সকল কৃষক বন্ধুদের সেটা সরকারের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে।

কৃষকদের ফার্মার আইডি কার্ড বানাতে হবে

কেন্দ্র সরকারে তরফে অনেক আগেই জানিয়ে দেওয়া হয়েছিলো যে সকল কৃষকদের ফার্মার আইডি কার্ড বানাতে হবে নইলে আর পিএম কিষানের টাকা দেওয়া হবে না। আর এই কার্ড বানানোর জন্য শেষ তারিখ হল আগামী ৩০ শে এপ্রিল ২০২৫, আর এর মধ্যে সকলকেই এই কার্ড বানিয়ে নিতে হবে অবশ্যই টাকা পাওয়ার জন্য।

PM Kisan Farmer ID Card

এই কার্ড অনেকটাই আধার কার্ডের মত দেখতে হবে এবং এই কার্ডে উল্লেখিত কৃষকদের সম্পর্কে সকল তথ্য দেওয়া থাকবে এবং মুলত সরকারি ডেটা বেসে কৃষকদের তথ্য তৈরি করার জন্য আর আগামী ভবিষ্যতে কোন সরকারি প্রকল্প আনার হলে এই সকল ডেটার ওপরে নির্ভর করে সরকারের তরফে সিদ্ধান্ত নেওয়া হবে। এই জন্য কোন কৃষি দফতর, CSC বা পাবলিক সেন্টারে গিয়ে কাজ মিটিয়ে নিতে হবে।

সকল কৃষকদের নিজেদের এক পরিচয়পত্র দেওয়ার জন্য সরকারের তরফে এই উদ্যোগ নেওয়া হয়েছে এবং কোন রকমের জালিয়াতি থেকে বাঁচানোর জন্যও এই সকল তথ্য নেওয়া হচ্ছে। আর ফার্মার কার্ড ৩০ তারিখের মধ্যে না বানিয়ে নিলে আগামী জুন মাস বা জুলাই মাসে দেওয়া ২০ তম কিস্তির টাকা পাওয়া থেকে বাদ পড়বেন সকল কৃষক বন্ধুরা।

তাই আর দেরি না করে ওপরে উল্লেখিত পদ্ধতি অনুসরণ করে সকল কৃষকদের উচিত আধার কার্ড, জমির দলিল, প্যান কার্ড সহ আরও কিছু নথিপত্র নিয়ে যাওয়ার মাধ্যমে আবেদন সেরে নেওয়া। অফলাইন বা অনলাইন উভয় পদ্ধতি অবলম্বন করার মাধ্যমে এই কাজ সম্পন্ন করা সম্ভব।

 

আরও পড়ুন:- ব্রেক আপের প্রতিশোধ নিতে প্রেমিকার বাড়িতে ৩০০টি পার্সেল পাঠাল যুবক; কি ছিল পার্সেলে ?

আরও পড়ুন:- পশ্চিমবঙ্গে নতুন গ্রাম পঞ্চায়েত অ্যাপ চালু। দারুণ সুবিধা পাবেন গ্রাহকরা, বিস্তারিত জানুন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন