Bangla News Dunia, বাপ্পাদিত্য:- 6 জনের মধ্যে বাংলারই 3 প্রতিযোগী, ইন্ডিয়ান আইডল 15 মঞ্চে জয় কার? জানা যাবে আরও এক সপ্তাহ পর ৷ চলতি সপ্তাহে হওয়ার কথা ছিল ইন্ডিয়ান আইডল সিজন 15-এর ফাইনাল ৷ কিন্তু তা পিছিয়ে গিয়েছে একসপ্তাহ ৷ রিয়েলিটি শোয়ের সঞ্চালক আদিত্য নারায়ণ ইন্সটাগ্রামে এক ভিডিয়ো বার্তায় এমনটাই জানিয়েছেন ৷ সোনি এন্টারটেনমেন্ট টেলিভিশনের অফিসিয়াল ইন্সটাগ্রামে সেই বার্তা দেওয়া হয়েছে ৷ ফলে অনুরাগীদের এখন এপ্রিলের 5-6 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে চলতি সিজনের বিজেতা কে তা জানার জন্য ৷
ভিডিয়োতে বলা হয়েছে, “সকলকে ইন্ডিয়ান আইডলের গ্র্যান্ড ফিনালের রাতে স্বাগত ৷ কিন্তু ফাইনালের টপ 6 কোথায় ? আর মিউজিক ব্যান্ড ও বিচারকরা কোথায় ? তিনজন বিচারক শ্রেয়া ঘোষাল, বিশাল দদলানি ও বাদশাও অবাক হয়ে যান, কি চলছে বিষয়টা বুঝতে না পেরে ৷ অভিনেত্রী নীলম কোঠারি ও গায়ক সুখবিন্দর সিংকে দেখা যায় 6জল ফাইনাল প্রতিযোগীদের সঙ্গে ৷ তারপরেই সামনে আসে বড় টুইস্ট ৷”
নীলম ও সুখবিন্দর জানান, এই সপ্তাহে গানের সবচেয়ে বড় রিয়েলিটি শোয়ের ফাইনাল হবে না ৷ দর্শকদের শুনতে হবে প্রতিযোগীদের আরও কিছু গান ৷ ভিডিয়োতে উঠে আসে সুখবিন্দরের আইকনিক গান ‘ছাইয়া ছাইয়া’ ৷ অন্যদিকে, শ্রেয়ার ম্যাজিকাল ভয়েসে শোনা যায় ‘জাদু হ্যায়…’ ৷
আরও পড়ুন:- এপ্রিল ফুল! কেন ১ এপ্রিল মানুষকে বোকা বানানো হয় ? জেনে নিন দারুন ইন্টারেষ্টিং কাহিনী
টপ 6 প্রতিযোগী
চলতি সিজনে কারা কারা ফাইনাল প্রতিযোগিতায় জায়গা করে নিয়েছেন রইল একনজরে ৷
- চৈতন্য দেওধে (মৌলি)
- স্নেহা শঙ্কর
- শুভজিৎ চক্রবর্তী
- প্রিয়াংশু দত্ত
- মানসী ঘোষ
- অনিরুদ্ধ সুসওয়ারাম
এই সিজনে বাংলার মুখ উজ্জ্বল করেছে তিন প্রতিযোগী ৷ 6 জনের মধ্যে 24 বছর বয়সী মানসী কলকাতার মেয়ে ৷ তাঁর ইউনিক গানের ধরনে ভক্ত অনুরাগীরা ৷ 22 বছরের শুভজিৎ চক্রবর্তী খরগপুরের ছেলে ৷ প্রথমে তিনি পান বিক্রি করতেন এখন তিনি জাতীয় স্তরে গায়কি প্রতিভায় ভুবন ভুলিয়ে দিয়েছেন ৷ অন্যদিকে, 21 বছরের প্রিয়াংশু দত্ত কলকাতার ছেলে ৷ তিনিও বিচারকদের পাশাপাশি দর্শকদের মন জয় করে নিয়েছেন ৷
কেন পিছিয়ে গেল রিয়েলিটি শোয়ের ফাইনাল ?
জানা গিয়েছে, ইন্ডিয়ান আইডল সিজন 15-র জনপ্রিয়তা মাত্রাছাড়া ৷ সিজনের এই সাফল্য দেখে নির্মাতা ও প্রযোজনা সংস্থা মনে করেছে প্রতিভাবান শিল্পীদের গান আরও এক সপ্তাহ ধরে শোনার সুযোগ দেওয়া হবে দর্শকদের ৷ ফাইনাল অনুষ্ঠান হবে এপ্রিল মাসের 5-6 তারিখ ৷ উপস্থিত থাকবেন একাধিক নামজাদা তারকা ৷
ফের খুলে দেওয়া হবে ভোটিং লাইন
ফাইনাল যেহেতু পিছিয়ে গিয়েছে মনে করা হচ্ছে প্রিয় শিল্পীকে পুনরায় ভোট দেওয়ার সুযোগ পাবেন অনুরাগীরা ৷ ইন্ডিয়ান আইডল বিজেতা যে শুধু জয়ের ট্রফি নিয়ে যাবে তা কিন্তু নয় ৷ সঙ্গে তিনি পাবেন 15 লাখ টাকা পুরস্কার ৷
2024 সালের 26 অক্টোবর থেকে শুরু হয় ইন্ডিয়ান আইজল সিজন 15 ৷ এবার অন্তিম পর্যায়ে দাঁড়িয়ে জনপ্রিয় এই শো ৷ এখন দেখার গানের জাদুতে মুগ্ধ করেন কোন প্রতিযোগী ৷
আরও পড়ুন:- শিশুদের জন্য নতুন স্কিম আনল মোদী সরকার। জেনে নিন সুবিধা, যোগ্যতা ও আবেদন পদ্ধতি