পি এম ইন্টার্নশিপ প্রকল্পে প্রতি মাসে ৫ হাজার টাকা ! দ্রুত আবেদন করুন

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ স্কিম বা প্রকল্পের মাধ্যমে পাওয়া যাবে প্রতি মাসে 5000 টাকা। এর পাশাপাশি থাকছে এককালীন 6000 টাকা পাওয়ার সুবিধা। এছাড়াও নানান সুযোগ সুবিধা থাকবে PM Internship Scheme এ। প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ স্কিমের সুবিধা পেতে হলে অনলাইন আবেদন জানাতে হবে। যা আজকের প্রতিবেদনে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ প্রকল্পে আবেদন করতে হলে অবশ্যই আবেদনকারীকে ভারতীয় নাগরিক হতে হবে। আবেদন করার জন্য বয়স থাকতে হবে সর্বনিম্ন 21 বছর বয়স থেকে সর্বোচ্চ 24 বছর বয়সের মধ্যে। ভারত তথা পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে ইচ্ছুক ও যোগ্য বেকার যুবক যুবতীরা এখানে আবেদন করতে পারবেন।

আরও পড়ুন : ভোটার কার্ডে Adhaar লিংক সবাইকে আবার করতে হবে ! জানুন কবে থেকে

PM Internship Scheme এ আবেদন করতে হবে অনলাইনে। ইতিমধ্যেই আবেদন শুরু হয়েছে, আর প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ স্কিমে আবেদনের শেষ তারিখ বৃদ্ধি করে 31 শে মার্চ করেছে কেন্দ্র সরকার। PM Internship Scheme এ আবেদন করার জন্য কোনোরকম আবেদন ফি নেই, সম্পূর্ণ বিনামূল্যে অনলাইনে আবেদন করতে পারবেন। এছাড়াও PM Internship Scheme এ মোবাইল অ্যাপস প্লে স্টোর থেকে ডাউনলোড করে সেখান থেকেও আবেদন সম্পন্ন করতে হবে।

ইন্টার্নশিপ প্রকল্পের মাধ্যমে ভারতের শীর্ষস্থানীয় কোম্পানিগুলিতে এক বছরের কাজের সুযোগ। কাজ চলাকালীন প্রতি মাসে 5 হাজার টাকা করে বেতন ও এককালীন 6 হাজার টাকার সুবিধা। এছাড়াও ইন্টার্নশিপে কাজ করা ইন্টার্নদের জন্য থাকবে, ভারত সরকারের প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা এবং প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনার আওতায় প্রতিটি ইন্টার্নের জন্য বীমা কভারেজ।

প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ প্রকল্প অনলাইন আবেদন পদ্ধতি / PM Internship Scheme Online Registration West Bengal 

1) প্রথমে আপনাকে PM Internship Scheme এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে।

2) এরপর Youth Registration এ ক্লিক করে মোবাইল নাম্বার বসিয়ে দিয়ে লগইন করুন।

3) পরবর্তী পেজে আধার কার্ড নাম্বার উল্লেখ করুন ও আবেদন ফর্মটি সঠিক ভাবে ফিলাপ করুন।

4) আবেদন ফর্মটি পূরণ হয়ে গেলে সাবমিট করুন। এরপর Apply PM Internship এ ক্লিক করে কোম্পানি সিলেক্ট করে সাবমিট করলেই আবেদন হয়ে যাবে।

 

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন