Bangla News Dunia, Pallab : একঘেয়েমি কাজের থেকে বেরিয়ে আসতে অনেকেই নতুন ব্যবসার আইডিয়া খুঁজে থাকেন। তবে সঠিক ব্যবসার আইডিয়া না পাওয়ায় ভুল পথে চালিত হয়ে ব্যর্থতার শিকার হতে হয়। এছাড়াও নতুন ব্যবসা শুরু করতে চ্যালেঞ্জের মুখোমুখি পড়তে হয়, তা নিয়ে ভয়ে অনেকেই পিছিয়ে যান। তাই আজকের এই প্রতিবেদনে আমরা এমন একটি ব্যবসার কথা বলব যেখানে মাত্র ৫০ হাজার টাকা বিনিয়োগ করেই আপনি ব্যবসার মাধ্যমে অনায়াসে প্রতি মাসে ৬০ হাজার টাকা আয় করতে পারবেন। তাই চাকুরীজীবী হোক অথবা বেকার যুবক-যুবতী সকলে এই ব্যবসাটির মাধ্যমে অনায়াসে প্রচুর উপার্জন করতে পারবেন।
নিম্নে নতুন ব্যবসা সংক্রান্ত যাবতীয় তথ্য আলোচনা করা হলো। আগ্রহী ব্যক্তিরা প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত বিস্তারিত দেখে ব্যবসাটি শুরু করতে পারেন।
আরও পড়ুন : এবার পশ্চিমবঙ্গে কেমন গরম সহ্য করতে হবে ? পূর্বাভাস দিলো আবহাওয়া দপ্তর
নতুন ব্যবসার আইডিয়া:
অভিজ্ঞতা ছাড়াই নতুন ব্যবসায় নামলে সাফল্যের তুলনায় ব্যর্থতার সম্ভাবনা বেশি। এক্ষেত্রে আপনি বাজারে উচ্চ চাহিদাসম্পন্ন বিভিন্ন ব্যবসা পরিচালনা করার কথা ভাবতে পারেন। এইসব ব্যবসা করেই আপনি কিন্তু চাকরির চেয়েও বেশি টাকা আয় করতে পারবেন। চা ব্যবসা এমন একটি ব্যবসা যা শুরু করতে খুব কম বিনিয়োগের প্রয়োজন হয়। আর এই ব্যবসার প্রথমে ২-৩ মাসের মধ্যেই আপনার ব্যবসার সমস্ত বিনিয়োগের টাকা উঠে আসে। এই ব্যবসার সাফল্য নির্ভর করে স্টলের অবস্থান, চায়ের মান এবং গ্রাহকদের সঙ্গে বিক্রেতার সুসম্পর্কের উপর।
আপনার চায়ের দোকানে গ্রাহকদের আকৃষ্ট করার জন্য আপনি মশলা চা, দুধ চা, গ্রিন টি, ভেষজ চা, কফির সঙ্গে ক্র্যাকার এবং বিস্কুট বিক্রি করতে পারেন। একটি চায়ের দোকান তৈরি করতে প্রাথমিকভাবে কিছু খরচ করতে হবে। পরবর্তীকালে বিশেষ খরচ ছাড়াই শুধুমাত্র রক্ষণাবেক্ষণের মাধ্যমে ব্যবসাটি চালিয়ে যেতে পারবেন। চায়ের দোকানের খরচ মধ্যে রয়েছে চায়ের দোকান তৈরির জন্য অর্থ ব্যয়, গ্যাস, থালা-বাসন, চেয়ার এবং টেবিল প্রভৃতি ক্রয়। এই সবের দাম স্থানীয় বাজার অনুযায়ী ভিন্ন রয়েছে তবে মোটামুটি ভাবে ধরে নেওয়া যায় এই সমস্ত আসবাবপত্র ক্রয় করতে প্রায় খরচ হবে মোট ১৫-২০ হাজার টাকা। এছাড়াও চায়ের দোকান শুরু করার আগে মনে রাখা উচিত যে এই ধরনের ব্যবসা শুরু করার আগে FSSAI লাইসেন্স অবিলম্বে নেওয়া উচিত। যাতে পরবর্তীকালে কোন সমস্যার সম্মুখীন হতে না হয়।
ব্যাবসার লোকেশন:
লোকেশন ভালো হলে চায়ের দোকানে ইনকাম দ্বিগুন বেড়ে যায়। তাই আপনি যদি কলেজ ছাত্র, অফিস কর্মী, অথবা যারা বাস ও ট্রেন স্টেশনের মতো জায়গায় যারা ভ্রমণ করেন তাদের টার্গেট করেন, তাহলে আপনি আরও ভাল আয় করতে পারবেন। এছাড়াও আপনার স্থানীয় বাজারে যেখানে সচরাচর লোক যাতায়াত করে সেখানেও চায়ের দোকান শুরু করতে পারেন।
লাভের পরিমাণ:
চায়ের দোকান প্রাথমিকভাবে শুরু করতে কিছুটা খরচ হলেও অন্যান্য দোকানে তুলনায় উপার্জন অনেকটাই বেশি। আপনি যদি পরিষ্কার পরিবেশে ভাল মানের চা সরবরাহ করে, তাহলে তাঁরা সহজেই সেখানে ক্রেতা হিসেবে আকৃষ্ট হবেন এবং অন্যান্য দোকানের থেকে ২ থেকে ৫ টাকা বেশি হলেও, তাঁরা সেখানে সেই টাকা ব্যয় করে আপনার দোকানের চা খাবেন। কেউ দিনে ন্যূনতম ১০০০ কাপ চা বিক্রি করে। তাহলে এর দাম পড়বে প্রায় ১০,০০০-১৫,০০০ টাকা। চায়ের দাম মাত্র ১০ টাকা হলেও! আবার যদি আপনি দিনে ২০০টি চা বিক্রি করেন, সেক্ষেত্রে আপনি প্রতি মাসে টাকা আয় করবেন ২০০০০।