পুজোর আগে বাড়ি বসে শুরু করুন এই পাঁচ ব্যবসা ! ইনকাম হবে লাখ লাখ টাকা

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, Pallab : বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। আর পুজোর কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। পুজোর আগে ঘরে বসে যদি বিশেষ কিছু ব্যবসা (Business Idea) আরম্ভ করতে পারেন, তাহলে বিস্তর লাভ অর্জন করতে পারবেন আপনিও। এই ব্যবসাগুলি বাড়ি বসেই শুরু করা যায়। এরকম পাঁচটি ব্যবসা সম্পর্কে আজকের প্রতিবেদনে আলোচনা করা হল। আসুন দেখে নেওয়া যাক।

আরও পড়ুন : ভারতীয় পাসপোর্ট অনলাইন আবেদন 2025 – সম্পূর্ণ গাইড বাংলায়

Top 5 Business Idea Before DurgaPuja

পুজো (DurgaPuja) নিয়ে কমবেশি সবার প্ল্যানিং থাকে। ঘোরা, খাওয়া দাওয়া ইত্যাদি। আবার অনেকেই পুজোর সময় নিজেদের রোজগারের ব্যবস্থা করেন। তাঁরা নিজেদের রোজগার নিয়ে ভাবেন। আসলে পুজো আসলে সকলেই সাজগোজ করতে, খাওয়া দাওয়া করতে চান। আর তাই বিভিন্ন ধরনের ব্যবসা গড়ে ওঠে। আপনিও বাড়িতে বসে পুজোর আগে ব্যবসা (Business Before Puja) শুরু করতে পারেন। যা আপনাকে লাভবান করে তুলবে।

পুজোর আগে শুরু করুন এই ৫ ব্যবসা

১) হোম ডেলিভারি ব্যবসা

পুজোর সময় বেশিরভাগ মানুষ চান বাইরে খেতে। গৃহিণীরাও এই চারদিন রান্নাবান্না থেকে ছুটি চান। তাই এই সময় যদি আপনি হোম ডেলিভারি ব্যবসা শুরু করেন তাহলে দারুন লাভ আসবে। ফাস্টফুড এর ব্যবসা ও এই সময় আরম্ভ করার জন্য বেস্ট। আপনার খাবার যদি ভালো লাগে তো প্রচুর মানুষ আপনার থেকে কিনবে। আপনার ব্যবসা এগিয়ে চলবে।

২) ফুলের মালা বা আলপনা তৈরি

আপনি যদি হাতের কাজ ভালো পারেন তাহলে বাড়িতে বসেই ফুলের মালা বা আলপনা তৈরি করতে পারেন। দুর্গাপূজোর সময় সব জায়গাতেই ফুলের মালা ও আলপনার প্রয়োজন হয়। আপনি বিভিন্ন দোকানে ডেলিভারি করতে পারেন আবার সরাসরি ক্রেতাদের কাছে বিক্রিও করতে পারেন। মোটকথা এই ব্যবসা থেকেও আপনার লাভ হবে।

৩) পোশাকের ব্যবসা

আপনার ফ্যাশন ডিজাইনিং কোর্স করা থাকলে বাড়ি থেকেই পোশাকের ব্যবসা শুরু করা সম্ভব। আবার বিভিন্ন জায়গা থেকে পোশাক এনে সেই গুলি বিক্রিও করতে পারেন। পোশাকের ব্যবসায় দারুন লাভ। পুজোর আগে সবাইকে কেনাকাটা করবেন। আপনার থেকে জামাকাপড় কিনে তাঁরা নিজেরাও যেমন পরবেন আবার অন্যকে উপহার -ও দেবেন।

৪) ইলেকট্রিক লাইট

পুজোর সময় নিজেদের ঘর সাজাতে ভালবাসেন প্রচুর মানুষ। এই সময় তাঁরা বিভিন্ন ঘর সাজানোর সরঞ্জাম, লাইট ইত্যাদি কিনে থাকেন। এবার যদি আপনি এইসবের ব্যবসা শুরু করেন তাহলে সেই লাইক তাঁরা আপনার থেকে কিনবেন। লাইটের বিশাল মার্কেট রয়েছে। সেখান থেকে ইলেকট্রিক লাইট এনে নিজের মতো করে বিক্রিবাট্টা শুরু করুন। দেখবেন পুজোর আগেই রমরমিয়ে চলবে আপনার ব্যবসা।

৫) প্রসাধনীর ব্যবসা

বাড়িতে বসে প্রসাধনী বা সাজগোজের জিনিস এর ব্যবসা শুরু করতে পারেন। কারণ সবাই পুজোর আগে নিজেদের রূপচর্চা করতে চান। পুজোর চারদিন যাতে ঝকঝকে লাগে তাই নানা ধরনের প্রসাধনীর জিনিস কেনেন। আপনিও বাড়ি বসেই ব্যবসা শুরু করতে পারেন। কারণ এই ব্যবসায় একটি দারুণ মার্কেট রয়েছে।

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন