Bangla News Dunia, বাপ্পাদিত্য:- পশ্চিমবঙ্গের সরকারি ও চুক্তিভিত্তিক কর্মীদের একাংশের জন্য দারুন খবর। একাধিক দপ্তরের কর্মীদের বেতন বাড়ালেন (Salary Hike) মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee). নতুন সিদ্ধান্তে একলাফে ৭০০০ টাকা পর্যন্ত বেতন বাড়তে চলেছে বাংলার সরকারি কর্মীদের (Government Employees). পুজোর আগেই এই অর্ডার প্রকাশিত হতে পারে। এবার জেনে নিন, কাদের অন্য এই সুখবর, আর কত টাকা করে বেতন বাড়তে পারে?
Salary Hike for West Bengal Employees
শুরু হয়ে গিয়েছে পুজোর কাউন্টডাউন। কিছুদিন পরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। পুজোর আগে সকলেই চান বেতন বাড়ুক কিংবা আসুক বোনাস। সরকারি হোক বা বেসরকারি সেক্টর প্রায় প্রত্যেক কর্মীরাই বোনাস ও বেতন বৃদ্ধির (Salary Hike) আকাঙ্ক্ষা করে থাকেন। তাই পূজোর ঠিক একমাস আগেই পশ্চিমবঙ্গের চুক্তিভিত্তিক সরকারি কর্মীদের একাংশের দাবি রাখলেন মুখ্যমন্ত্রী। তিনি এই কর্মীদের বেতন বৃদ্ধি করলেন। এই সকল রাজ্য সরকারি কর্মীদের স্যালারি ৭ হাজার টাকা বাড়িয়ে দিল (Salary Hike) পশ্চিমবঙ্গ সরকার (Government of West Bengal).
কর্মীদের বেতন বৃদ্ধি নিয়ে সরকারি সিদ্ধান্ত
সরকারি কর্মীদের জন্য বিরাট ঘোষণা করতে চলেছে মমতা ব্যানার্জির সরকার। আসলে পশ্চিমবঙ্গ সরকার এবার সরকারি কর্মীদের নির্দিষ্ট একটি ভাতা ব্যাপক হারে বৃদ্ধি করেছে। যার কারণে রাজ্যের কর্মীদের প্রাপ্য সুযোগ-সুবিধার ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। সূত্রের খবর, এই পরিবর্তন আনা হচ্ছে আয়কর এবং ভাতা সংক্রান্ত নতুন ঘোষণার ফলে। এই নিয়েই খুব শীঘ্রই হয়তো সরকারি ভাবে বিরাট কোনো ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী। নিঃসন্দেহে এই ঘোষণার ফলে উপকৃত হবেন লাখ লাখ সরকারি কর্মী।
কত টাকা বেতন বাড়বে?
সরকারি সিদ্ধান্ত শোনার জন্য ও বড় পরিবর্তনের অপেক্ষায় রয়েছেন বাংলার লাখ লাখ সরকারি কর্মীরা। এখনো পর্যন্ত যা খবর মিলছে, সরকারি কর্মীদের একাংশের বেতনের সঙ্গে ঢুকতে পারে অতিরিক্ত সাত হাজার টাকা। নির্দিষ্ট বেতনের পাশাপাশি এই অতিরিক্ত টাকা পাওয়ার ফলে মূল্যবৃদ্ধির বাজারে কিছুটা স্বস্তি মিলবে সরকারি কর্মীদের। তবে সঠিক টাকার অঙ্ক জানতে সরকারি বিজ্ঞপ্তির অপেক্ষা করতেই হবে।
কাদের বেতন বাড়তে চলেছে?
এবার আপনার মনে প্রশ্ন আসতেই পারে, কোন সরকারি কর্মীদের (Government Employees) বেতন বৃদ্ধি করতে চলেছে মমতা ব্যানার্জির সরকার। রাজ্য সরকারের তরফে ঘোষণা করা হয়েছে, যারা স্কুল স্তরের চুক্তিভিত্তিক কম্পিউটার প্রশিক্ষক, তাঁদের ভাতা বৃদ্ধি (ICT Coptuter Teacher Salary Hike) করা হবে। আসলে রাজ্য সরকারের স্কুলে পড়ালেও এই সরকারি কর্মীদের SSC বা TET থেকে নিযুক্ত শিক্ষকদের মতো স্থায়ী বেতন ও পেনশন কাঠামো নেই। তবে এবার খুশির খবর পাবেন তাঁরা।
সূত্রের খবর, মমতা ব্যানার্জির সরকার নির্দিষ্ট একটি ভাতা বৃদ্ধি করার প্রস্তাব আনতে চলেছে। চাকরির অভিজ্ঞতার বছর অনুযায়ী বেতনবৃদ্ধির প্রস্তাব দেওয়া হয়েছে।
- যদি কোনো কর্মী টানা ৫ বছর ধরে কাজ করেন, তাহলে তিনি ন্যূনতম বেতন হিসেবে ২১,০০০ টাকা পাবেন।
- যদি কোন কর্মী টানা দশ বছর ধরে কাজ করেন তবে সেই কর্মীর বেতন হবে মোটামুটি ২৬ হাজার টাকা।
- যে সকল কর্মীরা টানা ১৫ বছর ধরে কাজ করবেন তাঁর বেতন হবে প্রায় ৩২ হাজার টাকা।
- একজন কর্মী ২০ বছর ধরে টানা কাজ করলে সেই কর্মীর বেতন পৌঁছে যাবে মোটামুটি ৩৯ হাজার টাকার কাছাকাছি।
উপসংহার
বকেয়া ডিএ মামলা ইস্যুতে রাজ্য সরকারি কর্মীদের দাবি মতো মহার্ঘ ভাতা এখনও পর্যন্ত না পেলেও, দীর্ঘ দিন পর পশ্চিমবঙ্গের এই সমস্ত চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বাড়তে চলেছে। এনারা প্রথম থেকেই বঞ্চিত। সাধারণ শিক্ষকদের মতো ক্লাস করলেও বেতন পান খুবই নগণ্য। তাই তাদের ও বেতনবৃদ্ধির প্রয়োজন ছিলো। খুব শীঘ্রই হয়তো রাজ্য সরকার এ বিষয়ে ঘোষণা করবে। সরকারি কর্মীরা তার অপেক্ষায় আছেন। পুজোর আগেই নিঃসন্দেহে এটি একটি ভালো খবর। যার দ্বারা উপকৃত হবেন প্রচুর সরকারি কর্মীরা। পুজোর আবহে কর্মীদের মুখে হাসি ফোটাতে রাজ্য সরকারের এই পদক্ষেপ দারুন কার্যকরী হতে চলেছে।