Bangla News Dunia, Pallab : জম্মু ও কাশ্মীরের পুঞ্চে নিরাপত্তা বাহিনী ও জঙ্গিদের মধ্যে গুলির লড়াইয়ে আহত হয়েছেন এক জওয়ান। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল।
আরো পড়ুন : ৬ রুটে সরকারি লাক্সারি AC বাস ধর্মতলা থেকে, ভাড়াও কম, কীভাবে বুকিং? জেনে নিন’
একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, পুঞ্চের সুরানকোটের লাসানা এলাকায় জঙ্গিরা ঘাঁটি গেড়েছে। এই খবর পেয়ে সোমবার রাতে সেখানে যৌথ অভিযান চালায় জম্মু ও কাশ্মীর পুলিশ এবং ভারতীয় সেনাবাহিনী। নিরাপত্তা বাহিনীকে দেখে গুলি ছুড়তে থাকে জঙ্গিরা। পালটা জবাব দেয় বাহিনীও। দু’পক্ষের গুলির লড়াইয়ে এক ভারতীয় জওয়ান আহত হয়েছেন বলে জম্মু ও কাশ্মীর পুলিশের তরফে জানানো হয়েছে। পুঞ্চে অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে। জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযান চলছে।
মঙ্গলবার এক বিবৃতিতে সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, ‘গত রাতে সুরানকোটের লাসানায় যৌথ অভিযানের সময় জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে এক জওয়ান আহত হয়েছেন।’