Bangla News Dunia, দীনেশ :- পুণ্যার্থীদের জন্য সুখবর। মহাকুম্ভের (Mahakumbh 2025) ভিড় সামাল দিতে এবার স্পেশাল বন্দে ভারত (Special Vande Bharat) চালানোর ঘোষণা করল উত্তর রেলওয়ে (Northern Railway)। ইতিমধ্যেই প্রায় ৫০ কোটি পুণ্যার্থীর সমাগম হয়েছে মহাকুম্ভে। আগামী ২৬ ফেব্রুয়ারি শেষ পুণ্যস্নানের তিথি। সেই উপলক্ষে আরও লক্ষ লক্ষ ভক্তের সমাগমের আশা করা হচ্ছে মহাকুম্ভে। সেই কথা মাথায় রেখেই স্পেশাল বন্দে ভারত চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরো পড়ুন :- ৫০ টাকার এই নোট থাকলেই পাবেন ৭ লক্ষ টাকা, জানুন কীভাবে বিক্রি করবেন
উত্তর রেলওয়ের জানানো হয়েছে, ১৫, ১৬ এবং ১৭ ফেব্রুয়ারি পুণ্যার্থীদের যাতায়াতের সুবিধার্থে বন্দে ভারত ট্রেনটি ছুটবে। নয়াদিল্লি থেকে প্রয়াগরাজ হয়ে বারাণসী পর্যন্ত চলবে ০২২৫২/০২২৫১ বন্দে ভারত। ট্রেনটি ভোর সাড়ে ৫টায় নয়াদিল্লি থেকে ছেড়ে প্রয়াগরাজে পৌঁছবে দুপুর ১২টায়। এরপর বারাণসীতে পৌঁছবে দুপুর ২টা ২০ মিনিটে। আবার ফেরার ট্রেনটি বারাণসী থেকে দুপুর ৩টে ১৫ মিনিটে ছাড়বে। প্রয়াগরাজে পৌঁছবে বিকেল ৫টা ২০ মিনিটে। শেষ গন্তব্য নয়াদিল্লিতে পৌঁছবে রাত ১১টা ৫০ মিনিটে।
আরো পড়ুন :- যৌ’নতার সম্পর্ক না হওয়া পর্যন্ত পরপুরুষের সঙ্গে প্রেম পরকীয়া নয় !
উত্তর রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক হিমাংশু শেখর উপাধ্যায় বলেন, ‘বিশেষত সপ্তাহান্তে মহাকুম্ভে পবিত্র স্নানের জন্য ভিড় উল্লেখযোগ্যভাবে বেশি থাকে। তাই মহাকুম্ভে যাওয়া পুণ্যার্থীদের বিশেষ সুবিধা প্রদানের জন্য একটি বিশেষ বন্দে ভারত ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল।’
আরো পড়ুন :- ‘দেশের শ্রমিকরা কাজ করতে চায় না’, ফের বিতর্কিত মন্তব্য L&T প্রধানের
প্রসঙ্গত, ১৪৪ বছর অন্তর অন্তর এই বিশেষ তিথি আসে মহাকুম্ভে। এবার সেই তিথিতে মহাকুম্ভ আয়োজিত হচ্ছে প্রয়াগরাজে। প্রয়াগরাজ প্রশাসনের তথ্য অনুযায়ী, মাঘী পূর্ণিমা তিথিতে স্নান সেরেছেন ২.১ কোটি। বৃহস্পতিবার ৮৫.৪৬ লক্ষ স্নান করায় পার হয়েছে ৪৯.১৪ কোটি। শুক্রবার সব মিলিয়ে সংখ্যাটা ছাড়িয়েছে ৫০ কোটি। যা বিশ্বে সর্বকালীন রেকর্ড। আরও একটি শাহি স্নান বাকি রয়েছে।
আরো পড়ুন :- থাকছেন না ‘অপয়া’ আম্পায়ার ! ICC-র সিদ্ধান্তে চ্যাম্পিয়নস ট্রফিতে বাড়তি সুবিধা পাবে ভারত ?