পুতিনকে কড়া হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্টের !

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : ইউক্রেনের (Ukraine) সঙ্গে যুদ্ধবিরতি না মানলে অর্থনৈতিক দিক থেকে রাশিয়ার (Russia) জন্য ফলাফল হবে ভয়াবহ (Financial repercussions)। বুধবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে এই কড়া হুঁশিয়ারিই দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। ইতিমধ্যেই রাশিয়ার সঙ্গে ৩০ দিনের যুদ্ধবিরতিতে (Ceasefire) রাজি হয়েছে ইউক্রেন। এবার শুধু পুতিনের রাজি হওয়া বাকি। তাই যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনা করতে সপ্তাহের শেষেই মস্কোতে বিশেষ দূত পাঠাচ্ছেন ট্রাম্প।

আরো পড়ুন : ফিক্সড ডিপোজিট নাকি প্রভিডেন্ট ফান্ড? কোথায় বিনিয়োগ করলে মোটা টাকা সুদ পাবেন, জানুন

সূত্রের খবর, বুধবার ওভাল অফিসে আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী মাইকেল মার্টিনের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। এরপরই সাংবাদিকদের মুখোমুখি হয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমি আশাবাদী যে মস্কো এই যুদ্ধবিরতি চুক্তি মেনে নেবে। আমাদের প্রতিনিধিরা রাশিয়া যাচ্ছে আলোচনার জন্য।’ এরপরই পুতিনকে হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প বলেন, ‘ইউক্রেনে যদি আক্রমণ অব্যাহত রাখা হয় তবে রাশিয়াকে গুরুতর অর্থনৈতিক পরিণতির সম্মুখীন হতে হবে। যা রাশিয়ার অর্থনীতির জন্য মোটেই ভালো হবে না। আর আমি সেটা চাইও না। কারণ আমার লক্ষ্য হল শান্তি অর্জন করা।’ এই মুহূর্তে রাশিয়ার অবস্থান সম্পর্কে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, যুদ্ধবিরতি নিয়ে মার্কিন প্রতিনিধিদের সঙ্গে আরও আলোচনার প্রয়োজন।

আরও পড়ুন : Google থেকেই ইনকাম হবে লাখ লাখ টাকা। কিভাবে? জেনে নিন 4 সেরা টিপস

প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠক চলাকালীন বাদানুবাদে জড়িয়ে পড়েন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। এমনকি বৈঠক শেষ না হতেই হোয়াইট হাউস থেকে বেরিয়ে যান তিনি। এরপরই ইউক্রেনের জন্য সমস্ত সামরিক সহায়তা বন্ধের ঘোষণা করে আমেরিকা। পরিস্থিতির অবনতি হতেই উলটো সুর শোনা যায় জেলেনস্কির মুখে। যুদ্ধবিরতি নিয়ে আলোচনার ইঙ্গিত দেন তিনি। এরপরই এই সপ্তাহের শুরুতে সৌদি আরবের জেড্ডায় আমেরিকার বিদেশসচিব মার্কো রুবিওর সঙ্গে বৈঠকে বসেন জেলেনস্কি। এরপরই রাশিয়ার সঙ্গে ৩০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ইউক্রেন। এবার যুদ্ধবিরতি নিয়ে রাশিয়া কী সিদ্ধান্ত নেয় সেটাই দেখার।

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন