পুতিনের নিরাপত্তায় পুপ স‍্যুটকেস ! কী কাজে ব্যবহার হয় ? জানলে চমকে যাবেন

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের (Vladimir Putin) নিরাপত্তা কতটা জোরদার জানেন? তাঁর নিরাপত্তায় মোতায়েন থাকা রক্ষীরা পুতিনকে নিরাপত্তার পাশাপাশি প্রেসিডেন্টের মল-মূত্র ও থুতু পাহারা দেওয়া ও তা বয়ে নিয়ে দেশে যাওয়ার কাজও করেন। এমন অদ্ভুত কথা শুনলে চমকে উঠতে পারেন। কিন্তু এর পিছনে রয়েছে একটি উদ্দেশ্য। পুতিন বিদেশে গেলে তাঁর সঙ্গে থাকে একটি পুপ স‍্যুটকেস (Poop suitcase)। আলাস্কায় ট্রাম্পের সঙ্গে বৈঠকেও ওই পুপ স‍্যুটকেস বয়ে নিয়ে গিয়েছিলেন পুতিনের বডিগার্ডরা। এর মধ্যে করেই রাশিয়ার প্রেসিডেন্টের থুতু থেকে মল-মূত্র সমস্ত কিছু মস্কোয় ফেরত নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন : পশ্চিমবঙ্গে কবে থেকে শুরু SIR ? দেখুন বিস্তারিত

গুপ্ত শত্রুর হামলা থেকে নিজেকে বাঁচতে পুতিন তাঁর স্বাস্থ্যের কোনও খবরই বিদেশি শক্তির হাতে তুলে দিতে চান না পুতিন। যেহেতু মল-মূত্র, থুতু পরীক্ষা করে যে কোনও মানুষের স্বাস্থ্য সম্পর্কে বিশদ তথ্য পাওয়া সম্ভব।

দুরারোগ্য রোগ হোক বা সাধারণ সর্দি-কাশি, সবই ধরা পড়ে থুতু, মল-মূত্র পরীক্ষা করলেই। তাই নিজের শারীরিক অবস্থার গোপনীয়তা বজায় রাখতেই এমন ব্যবস্থা করেছেন পুতিন। এবিষয়ে কড়া নজর রাখেন তাঁর নিরাপত্তারক্ষীরা (security guards)

তবে এই প্রথম নয়, ২০১৭ সালে পুতিন ফ্রান্স সফরে গিয়েছিলেন, সেই সময়েই এই ‘পুপ স‍্যুটকেস’ ও মানব বর্জ্য সংগ্রহের বিষয়টি প্রথম বার নজরে এসেছিল। ২০১৯ সালে সৌদি আরবেও পুতিনের দেহরক্ষীদের এই বিশেষ স্যুটকেস বহন করে নিয়ে যেতে দেখা যায়। প্রেসিডেন্টের নিরাপত্তার এতটাই কড়াকড়ি যে শৌচাগারেও কমপক্ষে ৬ জন দেহরক্ষী পুতিনের সঙ্গে থাকেন। ৭২ বছর বয়সি পুতিনের স্বাস্থ্য নিয়ে বিদেশি সংবাদমাধ্যম একাধিকবার উদ্বেগজনক দাবি তুলেছে।

আগের বছর নভেম্বরে কাজাখস্তানে এক সাংবাদিক সম্মেলনে পুতিনের পা নাড়াচাড়া করা দেখে এক অনেকে দাবি করেছিল, রাশিয়ান প্রেসিডেন্ট পার্কিনসন রোগের মতো স্নায়বিক রোগে আক্রান্ত। ২০২৩ সালে বেলারুশের রাষ্ট্রপতি আলেকজান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে দেখা করার সময়ও পুতিনকে অদ্ভুত ভাবে কাঁপতে দেখা গিয়েছিল। তবে এগুলির কোনও কিছুরই জবাব দেয়নি মস্কো। বরং আরও কড়া হয়েছে প্রেসিডেন্টের মানব বর্জ্যের নিরাপত্তা।

আরও পড়ুন : জিএসটি ব্যবস্থায় বড় পরিবর্তনের ইঙ্গিত, সাধারণ মানুষের জন্য কী অপেক্ষা করছে ?

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন