Bangla News Dunia, দীনেশ :- পুরানো জিনিসের সব সময় কদর বেশি। আর এই কথাকেই প্রমাণ দিচ্ছে ভারতের পুরনো নোট এবং কয়েন (Old Note & Coin)। আপনার কাছে যদি পুরনো নোট বা করেন থাকে, তাহলে সেটি হয়ে উঠতে পারে আপনার জন্য সাফল্যের চাবিকাঠি।
হ্যাঁ ঠিকই শুনেছেন। বিশেষ করে ১, ৫, ১০, ২০, ৫০, ১০০ বা ২০০০ টাকার নোটের উপর যদি ‘৭৮৬’ নাম্বার লেখা থাকে তাহলে অনলাইনে বিক্রি করে আপনি ৩ থেকে ৪ লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন।
আরও পড়ুন:- ব্যাংকক-মায়ানমারে ভূমিকম্প কত তীব্র? দেখুন রীতিমতো ভয় ধরানো VIDEO
৭৮৬ নাম্বারের বিশেষত্ব কী?
আপনার মনে হয়তো প্রশ্ন আসছে যে, হঠাৎ করে ৭৮৬ নাম্বারের কেন এত মূল্য? আসলে এই সংখ্যাটি ইসলাম ধর্মে পবিত্র সংখ্যা বলেই ধরা হয়। এটি শুভ এবং সৌভাগ্যের প্রতীক। পাশাপাশি হিন্দু ধর্মে ৭৮৬ নাম্বারকে ত্রিমূর্তি বা ব্রহ্মা-বিষ্ণু-মহেশ্বরের প্রতীক হিসেবেও ধরা হয়।
তাই এটি বিভিন্ন ধর্মের মানুষদের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ। আর এই কারণেই এই বিশেষ নাম্বার যুক্ত নোট বা করেন সংগ্রহ করতে মানুষ আগ্রহী। এমনকি তারা এগুলোর জন্য লাখ লাখ টাকাও খরচ করতে পারে।
আরও পড়ুন:- রাস্তায় ইদের নামাজ পড়লে বাতিল হবে পাসপোর্ট-ড্রাইভিং লাইসেন্স, বিস্তারিত জেনে নিন
কীভাবে অনলাইনে পুরনো নোট বিক্রি করবেন?
আপনার কাছে যদি ৭৮৬ নাম্বার লেখা কোন নোট বা কয়েন থাকে, তাহলে খুব সহজেই আপনি কয়েকটি ধাপ অবলম্বন করে বিক্রি করতে পারবেন-
১) প্রথমে অনলাইন প্ল্যাটফর্মে রেজিস্ট্রেশন করুন। এর জন্য OLX, Quikr বা eBay-এর মতো জনপ্রিয় ওয়েবসাইটগুলোকে বেছে নিতে পারেন।
২) এরপর নোট বা কয়েনের পরিষ্কার ছবি তুলুন, যাতে ৭৮৬ নাম্বারটি স্পষ্ট বোঝা যায়।
৩) এবার ওয়েবসাইটে গিয়ে ‘সেল’ অপশন সিলেক্ট করে আপনার নোট বা কয়েনের বিজ্ঞাপন দিন এবং সঠিক দাম উল্লেখ করে দিন।
৪) এবার আগ্রহী ক্রেতারা বিজ্ঞাপন দেখে আপনার ওয়েবসাইটের মাধ্যমে যোগাযোগ করবে এবং দরদাম পোষালে সেই নোট বিক্রি করতে পারবেন।
আরও পড়ুন:- প্রতিমাসে 5000 টাকা দেওয়ার গ্যারেন্টি দিচ্ছে মোদি সরকার। জানুন কিভাবে আবেদন করবেন?
প্রতারণার ফাঁদে পা দেবেন না!
অনেকেই এই সুযোগের কথা জেনে অনলাইনে প্রতারনার শিকার হন। তাই আপনাকে অবশ্যই কিছু বিষয়ে মাথায় রাখতে হবে। প্রথমত ভারতীয় রিজার্ভ ব্যাংক এই ধরনের লেনদেন করার কোন অনুমতি দেয়নি। তাই যদি কেউ বলে যে, RBI-এর পক্ষ থেকে লেনদেন করা হচ্ছে, তাহলে সতর্ক থাকুন।
পাশাপাশি অপরিচিত ব্যক্তিদের সঙ্গে লেনদেনের আগে যাচাই করুন এবং ব্যাংক ডিটেলস আগে থেকে শেয়ার করবেন না। এছাড়া “অ্যাডভান্স পেমেন্ট করুন, তাহলে ক্রেতা পণ্য নেবে”, এই ধরনের কথায় বিশ্বাস করবেন না। শুধুমাত্র নিরাপদ প্ল্যাটফর্মের মাধ্যমেই লেনদেন করুন।